গাজীপুরে কারখানায় বয়লার বিস্ফোরণে মালিকসহ দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের মাল্টি ফ্যাবস লিমিটেড কারখানায় বয়লার বিস্ফোরণে মালিকসহ দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।

ইন্ডাস্ট্রিঅল বাংলাদেশ কাউন্সিল নামে একটি সংগঠন এ দাবি জানিয়েছে। একই সঙ্গে অগ্নিকাণ্ডে হতাহতদের ক্ষতিপূরণ এবং আহতদের উন্নত চিকিৎসার দাবি জানানো হয়।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ মিছিল থেকে এসব দাবি জানায় সংগঠনটি।

মানববন্ধনে বক্তারা বলেন, মাল্টি ফ্যাবস লিমিটেডের ঘটনায় ১৩ জন শ্রমিক নিহত এবং আহত হয়েছেন প্রায় শতাধিক। আহতরা অনেকেই হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। আমরা জানি না তাদের ভাগ্যে কী আছে ? সরকারের নৈতিক দায়িত্ব খতিয়ে দেখতে হবে। বিষয়টিকে তদন্ত করে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে সরকারের প্রতি জোর দাবি জানান বক্তারা।

নিহত তিন শ্রমিকের নামে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবি এবং ন্যায্য বিচারের জন্য নিরপেক্ষ তদন্তসহ দোষী ব্যক্তিদের গ্রেপ্তার এবং শাস্তির দাবি জানানো হয়।

সংগঠনের চেয়ারম্যান মজিবুর রহমান ভূইয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের ভারপ্রাপ্ত মহাসচিব নুরল ইসলাম, কেন্দ্রীয় নেতা আমিরুল হক, রুহুল আমিন, সেলিনা আহমেদ, রাসেল আহমেদ প্রমুখ।

মানববন্ধন শেষে প্রেসক্লাব থেকে একটি বিক্ষোভ মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পল্টন মোড় গিয়ে শেষ হয়।