গাজীপুরে ট্রাক-টেম্পু সংঘর্ষে দুইজন নিহত ও পাঁচজন গুরুতর আহত

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরে ট্রাক-টেম্পু সংঘর্ষে দুইজন নিহত ও পাঁচজন গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে গাজীপুর সিটি করপোরেশনের ভোগড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

আহতরা হলেন গাজীপুর সিটি করপোরেশনের চান্দনা এলাকার শাহজাহান মিয়ার ছেলে আশরাফুল ইসলাম (২৫), নলজানী এলাকার নবী নেওয়াজের ছেলে আবুল হাসেম (৩৪), ভুরুলিয়া এলাকার ইদ্রিস আলীর ছেলে মাসুদ (৩৫), একই এলাকার ইউনুছ তালুকদার (৩২) ও রুবেল (৩৫)।

আহতদের প্রথমে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাদের অবস্থার অবনতি হলে সেখান থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. আব্দুস সালাম জানান, দুপুর সাড়ে ১২টার দিকে কোনাবাড়ি থেকে ভোগড়া বাইপাসগামী একটি ট্রাকের সঙ্গে বিপরীত থেকে আসা একটি টেম্পুর সংঘর্ষ হয়। এতে লেগুনার সাত যাত্রী গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক প্রনয় ভূষণ দাস জানান, নিহত অবস্থায় অজ্ঞাত দুই যুবকের লাশ এবং গুরুতর আহত অবস্থায় আরো পাঁচজনকে হাসপাতালে আনা হয়। আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।