গাজীপুরে ট্রেনের ধাক্কায় ঘটনায় কমিটি গঠিত

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় মৈত্রী এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় প্রাইভেটকারের পাঁচ আরোহী নিহতের ঘটনায় চার সদস্যের কমিটি গঠিত হয়েছে।

কমিটিকে ১৩ জানুয়ারির মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা বলা হয়েছে।

বাংলাদেশ রেলওয়ের পাকশি বিভাগীয় ম্যানেজার অসীম কুমার তালুকদার জানান, রোববার সকালে কালিয়াকৈর উপজেলার গোয়ালবাথান এলাকায় একটি প্রাইভেটকার অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় কলকাতাগামী মৈত্রী এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারের চালকসহ পাঁচজন নিহত হন। ঘটনা তদন্তে রোববারই পাকশি বিভাগীয় প্রকৌশলী-২ মো. আসাদুল হককে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন- বিভাগীয় প্রকৌশলী (যান্ত্রিক) মো. কামরুজ্জামান, পাকশি বিভাগীয় সহকারী পরিবহন কর্মকর্তা মো. নাসির উদ্দিন ও মেডিক্যাল অফিসার পরিতোষ চক্রবর্তী।