গাজীপুরে বন্যার্তদের পাশে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

গাজীপুরের কালিয়াকৈরে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন স্থানীয় সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক। বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে ফাজিল মাদ্রাসা ও লতিফপুর জোড়া ব্রিজ এলাকায় আশ্রয় কেন্দ্রে থাকা বন্যার্তদের ত্রাণ সামগ্রী দেন তিনি। এ সময় আশ্রয়কেন্দ্রে স্বাস্থ্য সুরক্ষায় বিপুল পরিমাণ পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটও দেয়া হয়।

আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কাজী হাফিজুল আমিন, কালিয়াকৈর পৌরসভার মেয়র মজিবুর রহমান, কালিয়াকৈর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আহমেদ রেজা আল মামুন প্রমুখ।

উল্লেখ্য, তুরাগ ও বংশী নদীর পানি বৃদ্ধি পাওয়ায় গাজীপুরে নতুন করে আরও ৩৩টি গ্রাম প্লাবিত হয়েছে। এ নিয়ে কালিয়াকৈর উপজেলার শ্রীফলতলী,সূত্রাপুর ও ঢালজোড় ইউনিয়নের ১শ দুইটি গ্রামের মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।