গাজীপুর ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনে ইভিএম ব্যবহার করা হবে

নিজস্ব প্রতিবেদক : গাজীপুর ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনে ইভিএম ব্যবহার করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।

শনিবার দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান সিইসি।

এর আগে সিইসি গাজীপুর ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করেন। এই দুই সিটিতে আগামী ১৫ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

তফসিল ঘোষণার পর সাংবাদিকরা প্রশ্ন করেন, ‘এখানে ইভিএম ব্যবহার হবে কি না?’

এর জবাবে সিইসি বলেন, ‘আমরা চেষ্টা করব ইভিএম চালানের জন্য। কিছু কেন্দ্রে পরীক্ষামূলকভাবে ইভিএম চালানোর চেষ্টা করব। কোনো কোনো কেন্দ্রে পরীক্ষামূলকভাবে সিসি টিভি ব্যবহার করা হবে। যতদূর পারি।’

এর আগে সিটি করপোরেশনের তফসিল ঘোষণা করা হলেও জটিলতা ছিল। এবার তেমন কোনো জটিলতা আছে কি না, এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘না আমার মনে হয় নেই। স্থানীয় সরকার আমাদের বলেছে সিটি করপোরেশনগুলো (পাঁচ সিটি) নিয়ে কোনো আইনি জটিলতা নেই। আর সীমানা নির্ধারণ নিয়েও কোনো জটিলতা নেই।’

আজতো বড় দুটি নির্বাচনের তফসিল ঘোষণা করলেন। কিন্তু একদিন আগে যে স্থানীয় সরকারে নির্বাচনের ভোট হলো সেখানে সহিংসতা, ব্যালেট বাক্স ছিনতাই এবং মানুষ মারাও গেছে। কোনো নির্বাচনই ছোট নয় আপনাদের কাছে। কিন্তু তারপরও এ ব্যর্থতা কেন হচ্ছে? এ দায় কাদের? এমন প্রশ্নর যাববে সিইসি বলেন, ‘সবগুলো আমরা পারিনি, ১৩৩টি নির্বাচন হয়েছে। এখানে দুঃখজনকভাবে একজন লোকের প্রাণ গেছে। সেটার কারণ ছিল- ব্যালট ছিনতাইয়ের সময় পুলিশ তাৎক্ষণিকভাবে মোকাবিলা করেছে। একটি জীবন অত্যন্ত মূল্যবান। আমরা এর জন্য শোক প্রকাশ করছি।’

তিনি বলেন, ‘আমাদের কাছে যেসব অভিযোগ এসেছে সেগুলো তদন্ত করে দেখব। যেখানে আমার অভিযোগ পেয়েছি সঙ্গে সঙ্গে তাৎক্ষণিকভাবে প্রিজাইডিং অফিসারের নেতৃত্বে সেখানে নির্বাচন বন্ধ করে দিয়েছি। এমন দুটি সেন্টারে হয়েছে। আমাদের জানার মতো যে ঘটনা হয়েছে সেগুলো তদন্ত করে দেখব। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সেটা বলা যাবে না।’

এর প্রেক্ষিতে এবার বাড়তি কী ব্যবস্থা নেওয়া হবে, এর জবাবে সিইসি বলেন, ‘আমরা সতর্ক থাকব। এখানে একটা বিষয়- ১৩৩টি জায়গায় স্থানীয় সরকারের নির্বাচন হয়েছে। সেখানে যেসব দুর্ঘটনা ঘটেছে সেগুলো সামগ্রিক নির্বাচনকে মোটেও ব্যাহত করে না।’

আপনারা কি এর চেয়ে বেশি আশঙ্কা করেছেন, এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘না আশঙ্কা করিনি। তবে হতে পারে। আমরা ভবিষ্যতে এর ব্যবস্থা নেব।’

সাংবাদিকরা প্রশ্ন করেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনে এর প্রভাব পড়বে কি না? আপনি বলেছেন ১৩৩ জায়গায় হওয়ার কারণে সেভাবে ব্যবস্থা নেওয়া যায়নি। এক্ষেত্রে সারা দেশে ৩০০ আসনে নির্বাচন হবে, তখন কী করবেন?’

এর জবাবে সিইসি বলেন, ‘আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা বাহিনীর লোক থাকবে, সেখানে ম্যাজিস্ট্রেট থাকবে। আমদের যারা নির্বাচনের সঙ্গে সম্পৃক্ত তারা থাকবে, পুলিশ থাকবে,বিজিবি থাকবে, র‌্যাব থাকবে, সেনা বাহিনীও থাকতে পারে।’

সাংবাদিকরা প্রশ্ন করেন, ‘দলীয় প্রতীকে নির্বাচন যখন শুরু হয় সেই সময় থেকেই কোন্দ্বল, সহিংসতা বেশি হচ্ছে। এর কারণে স্থানীয় সরকার নির্বাচনে সহিংসতা বৃদ্ধি পেয়েছে। এ ব্যাপারে আপনাদের অভিমত কী?’

সিইসি বলেন, ‘এটাতো বিশ্লেষণের বিষয়। এটা তাৎক্ষণিকভাবে উত্তর দিতে পারব না। দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচন হবে সে সিদ্ধান্ত দিয়েছে সরকার। সুতরাং দলীয় প্রতীকে নির্বাচন হবে এবং সে ধারাবাহিকতা অব্যাহত।’

কিছু দিন অপেক্ষা করলেই পাঁচ সিটিতে নির্বাচন দিতে পারতেন, এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘রমজান এসে গেছে। সামনে এইচএসসি পরীক্ষা। ভাগ ভাগ করে দিলাম তাতেতো কোনো অসুবিধা নেই।’

খুলনা ও গাজীপুর নির্বাচনের আগাম প্রচারণার ব্যাপারে সিইসি বলেন, ‘তাদের আমরা নোটিশ দেব এগুলো নামিয়ে ফেলার জন্য। না নামালে তাদের নমিনেশন পেপার দেওয়া হবে না। এগুলো আমাদের আইনেই বলা আছে।’

গাজীপুর ও খুলনা সিটিতে ভোটগ্রহণ ১৫ মে
এর আগে আগামী ১৫ মে গাজীপুর ও খুলনা সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে জানিয়ে তফসিল ঘোষণা করেন সিইসি।

সিইসি বলেন, ‘রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ১২ এপ্রিল, যাচাইবাছাই ১৫ ও ১৬ এপ্রিল, আপিল দায়ের ১৭ থেকে ১৯ এপ্রিল, বাতিল নিষ্পত্তি ২০ থেকে ২২ এপ্রিল, প্রত্যাহারের শেষ তারিখ ২৩ এপ্রিল, প্রতীক বরাদ্দ ২৪ এপ্রিল এবং ভোটগ্রহণ ১৫ মে।’

গাজীপুর সিটি করপোরেশনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে ঢাকার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রকিবউদ্দিন মণ্ডলকে এবং খুলনা সিটি করপোরেশন নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুস আলীকে নিয়োগ দেওয়া হয়েছে বলে জানান সিইসি।

সিইসি বলেন, ‘রোজার পর সিলেট, রাজশাহী ও বরিশাল সিটিতে ভোট গ্রহণে সিদ্ধান্ত হয়েছে। চাঁদ দেখা সাপেক্ষে ১৭ মে পবিত্র রমজান মাস শুরু হবে। আর ১৬ বা ১৭ জুন ঈদুল ফিতর হতে পারে।’

ইসির তথ্য অনুযায়ী, গাজীপুর সিটিতে ভোট হয়েছে ২০১৩ সালের ৬ জুলাই। প্রথম সভা হয় ২০১৩ সালের ৫ সেপ্টেম্বর। আইন অনুযায়ী এ সিটির মেয়াদ পূর্ণ হবে আগামী ৪ সেপ্টেম্বর। গত ৮ মার্চ নির্বাচনের দিন গণনা শুরু হয়েছে এ সিটির।

খুলনা সিটিতে ভোট হয়েছে ২০১৩ সালের ১৫ জুন। প্রথম সভা হয় ২০১৩ সালের ২৬ সেপ্টেম্বর। এ সিটির মেয়াদ পূর্ণ হবে আগামী ২৫ সেপ্টেম্বর। ৩০ মার্চ নির্বাচনের দিন গণনা শুরু হয়েছে।

সিলেট সিটিতে ভোট হয়েছে ২০১৩ সালের ১৫ জুন। প্রথম সভা হয় ২০১৩ সালের ৯ অক্টোবর। এ সিটির মেয়াদ পূর্ণ হবে আগামী ৮ অক্টোবর। এ সিটিতে ১২ এপ্রিল নির্বাচনের দিন গণনা শুরু হয়েছে।

রাজশাহী সিটিতে ভোট হয়েছে ২০১৩ সালের ১৫ জুন। প্রথম সভা হয় ২০১৩ সালের ৬ অক্টোবর। এ সিটির মেয়াদ পূর্ণ হবে আগামী ৫ অক্টোবর। ৯ এপ্রিল নির্বাচনের দিন গণনা শুরু হবে।

বরিশাল সিটিতে ভোট হয়েছে ২০১৩ সালের ১৫ জুন। প্রথম সভা হয় ২০১৩ সালের ২৪ অক্টোবর। এ সিটির মেয়াদ পূর্ণ হবে আগামী ২৩ অক্টোবর। ২৭ এপ্রিল নির্বাচনের দিন গণনা শুরু হবে।

স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন অনুযায়ী, পাঁচ বছর মেয়াদ পূর্ণ হওয়ার ছয় মাস আগে যেকোনো সময় ভোট করার বাধ্যবাধকতা রয়েছে।