গাজীপুর সাবরিনা রিসোর্ট পার্কে দুই ছাত্রের মৃত্যু

ভুবন মুসাফির: গাজীপুর জেলার মেঘডুবি এলাকায় সাবরিনা রিসোর্ট পার্কে বন্ধু বান্ধব নিয়ে পিকনিক করতে এসে পুকুরে গোসল করার সময় পানিতে ডুবে যায়।

সঙ্গে থাকা বন্ধু বান্ধবরা অনেক খোঁজ-খুঁজির পর উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে হাসপাতাল কর্তৃপক্ষ মৃত ঘোষণা করে।

নিহত দুই ছাত্র হল টঙ্গী পূর্ব থানার আচিরপুর এলাকার আজিজুল হকের ছেলে হামিম (১৬) ও লিটন মিয়া ছেলে রুমান (১৬)। তারা টঙ্গীর সিরাজ উদ্দিন স্কুলের নবম শ্রেণীর ছাত্র ছিল।

পূবাইল থানার অফির্সার ইনচার্জ জাহিদুল ইসলাম ক্রাইম পেট্রোল বিডিকে বলেন; আমরা ঘটনাস্থলে যাওয়ার আগেই ছাত্ররা হাসপাতালে চলে যায়। পরে খোঁজ নিয়ে জানতে পারি পানিতে ডুবে ওই দুই ছাত্রের মৃত্যু হয়েছে। এঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। মামলার নং ০৫ তারিখ ৩/৫/২০২৩ইং।

এলাকাবাসীর অভিযোগ মাঝে মধ্যে এ সাবরিনা রিসোর্ট পার্কে এমন ঘটনা ঘটে থাকে। সাবরিনা রিসোর্ট পার্কের কর্তৃপক্ষের অবহেলা কিনা খতিয়ে দেখা উচিৎ।

জানা গেছে সাবরিনা রিসোর্ট পার্কের মালিক নিয়াজ উদ্দিন আসন্ন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে প্রার্থী। এ বিষয়ে সাবরিনা রিসোর্ট পার্ক কর্তৃপক্ষের কোন মন্তব্য পাওয়া যায়নি।