গাজীপুর সিটির হিসাবরক্ষণ কর্মকর্তা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা টাকা আত্মসাতের একটি মামলায় গাজীপুর সিটি করপোরেশনের হিসাবরক্ষণ কর্মকর্তা গোলাম কিবরিয়াকে (৪৬) মঙ্গলবার সকালে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার গোলাম কিবরিয়া পটুয়াখালীর বাউফল উপজেলার গোয়ালিয়া বাঘা মৃত মোতাহার উদ্দিনের ছেলে।

দুদকের উপপরিচালক (তদন্ত-১) মো. সামছুল আলম জানান, গাজীপুর সিটি করপোরেশনের সাময়িক বরখাস্ত মেয়র এমএ মান্নান ও হিসাবরক্ষণ কর্মকর্তা মো. গোলাম কিবরিয়া যোগসাজশ করে সিটির ত্রাণ ও দরিদ্র তহবিলের ৫০ লাখ টাকা আত্মসাৎ করেন। পরে এ ব্যাপারে জয়দেবপুর থানায় এ বছরের ১৩ জুন ওই দুজনকে আসামি করে মামলা করা হয়।

ওই মামলায় মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে সিটি করপোরেশনের সামনের রাস্তা থেকে গোলাম কিবরিয়াকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়।

তিনি আরো জানান, কারাবন্দি এমএ মান্নানকে এর আগে এ মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

গাজীপুর আদালতের পরিদর্শক মো. রবিউল ইসলাম জানান, গ্রেপ্তার গোলাম কিবরিয়াকে দুপুরে গাজীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাহমিনা খানম শিল্পীর আদালতে হাজির করা হয়। পরে আদালতের বিচারক তাকে কারাগারে পাঠানো নির্দেশ দেন।