গামী ১৫ দিনের মধ্যে সাভার বিসিকে গ্যাস, বিদ্যুৎ ও পানির সংযোগ দেওয়ার দাবি

নিজস্ব প্রতিবেদক : আগামী ১৫ দিনের মধ্যে সাভার বিসিক চামড়া শিল্প নগরীতে গ্যাস, বিদ্যুৎ ও পানির সংযোগ দেওয়ার দাবি জানিয়েছে চামড়া রপ্তানি শিল্প ঐক্য পরিষদ।

তা না হলে হাজারীবাগে ট্যানারিতে কাজ করতে দেওয়ার দাবি জানিয়েছে তারা। পাশাপাশি ট্যানারি শিল্প নিয়ে আদালতের রায় কার্যকর না হলে বিসিক অফিস ঘেরাওয়ের হুঁশিয়ারি দেয় পরিষদ।

সোমবার দুপুরে হাজারীবাগে চামড়া রপ্তানি শিল্প ঐক্য পরিষদের প্রতিবাদ সভায় এ হুঁশিয়ারি দেন সংগঠনের সভাপতি শাহীন আহমেদ।

এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ফিনিশড লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোটার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ মাহিন, অ্যাসোসিয়েশনের সহসভাপতি দিল জান ভূইয়াসহ চামড়া শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট নেতা-কর্মীরা।

শাহীন আহমেদ জানান, হাজারীবাগ থেকে ট্যানারি শিল্প স্থানান্তরের প্রতিবাদে আগামী ১২ এপ্রিল হাজারীবাগ ট্যানারি মোড় থেকে কালো পতাকা মিছিল করবেন ট্যানারি মালিকরা। ১৫ এপ্রিল চামড়া শিল্প সংশ্লিষ্ট সকল সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করা হবে।

সভায় মোট নয়টি দাবি জানিয়েছে চামড়া রপ্তানি শিল্প ঐক্য পরিষদ।