গার্মেন্টস অ্যাকসেসরিজের আন্তর্জাতিক মেলা ১৮ জানুয়ারি

অর্থনৈতিক প্রতিবেদক : তৈরি পোশাকশিল্পের আধুনিকায়ন ও উন্নয়নে অষ্টমবারের মতো পোশাক খাতের সহায়ক পণ্য বা গার্মেন্টস অ্যাকসেসরিজ এবং মোড়কীকরণের সঙ্গে সংশ্লিষ্ট বা প্যাকেজিং পণ্যের আন্তর্জাতিক গ্যাপেক্সপো মেলা শুরু হচ্ছে আগামী ১৮ জানুয়ারি।

রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে এ মেলা হবে। চলবে ২১ জানুয়ারি পর্যন্ত। মেলার উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

মঙ্গলবার মেলার অন্যতম আয়োজক প্রতিষ্ঠান, গার্মেন্টস অ্যাক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএপিএমইএ) সভাপতি আব্দুল কাদের খান এই তথ্য জানিয়েছেন।

তিনি জানান, বিজিএপিএমইএ, ভারতীয় প্রতিষ্ঠান এএসকে ট্রেড অ্যান্ড এক্সিবিশন লিমিটেড এবং জাকারিয়া ট্রেড অ্যান্ড ফেয়ার ইন্টারন্যাশনাল সম্মিলিতভাবে ৪ দিনের এ মেলার আয়োজন করেছে।

আব্দুল কাদের খান বলেন, মেলা শুরুর আগে সংবাদ সম্মেলন করে বিস্তারিত তুলে ধরা হবে।

প্রাথমিকভাবে তিনি জানান, মেলায় বাংলাদেশ, ভারত, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, ভিয়েতনাম, হংকং, চীন, তাইওয়ান, জাপান, দক্ষিণ কোরিয়া, তুর্কি, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, ফিনল্যান্ড এবং সুইজারল্যান্ড এ মেলায় অংশগ্রহণ করবে। এতে দেশি-বিদেশি ৯৪টি প্রতিষ্ঠানের ৬০০ স্টল থাকবে।

আব্দুল কাদের খান আরো বলেন, গ্যাপেক্সপো একটি আন্তর্জাতিক প্লাটফর্ম, যেখানে উৎপাদকরা তাদের প্যাকেজিং পণ্য প্রদর্শন করবে। এই প্রদর্শনীর মাধ্যমে গার্মেন্টস এক্সসেসরিজের দেশিয় উৎপাদকরা পণ্যের ব্যাপারে আরো উন্নত ধারণা পাবেন।

গত অর্থবছরে গার্মেন্টস এক্সেসরিজ ও প্যাকেজিং পণ্য রপ্তানি থেকে আয় হয় ৬১২ কোটি ডলার; যা এর আগের বছরের তুলনায় ৯ দশমিক ২৮ শতাংশ বেশি। ওই বছরে রপ্তানি হয় ৫৬০ কোটি ডলারের পণ্য। বর্তমানে বাংলাদেশের ৯৫ শতাংশ চাহিদা মিটিয়ে গার্মেন্টস এক্সেসরিজ ও প্যাকেজিং পণ্য বিদেশেও রপ্তানি হয়।

প্রসঙ্গত, সপ্তম গ্যাপেক্সপো মেলা অনুষ্ঠিত হয় চলতি বছরের ১৩ জানুয়ারি। আন্তর্জাতিক এই মেলায় স্বাগতিক বাংলাদেশ ছাড়াও ৩০টি দেশের প্রায় ৩০০ প্রতিষ্ঠান অংশ নেয়। এবার মেলার পরিধি আরো বাড়বে বলে আশা করছেন আয়োজক প্রতিষ্ঠানগুলো।