গাড়ি চলছে না

মাদারীপুর প্রতিনিধি : ঈদুল আজহাকে সামনে রেখে নাড়ির টানে বাড়ি ফিরতে শুরু করেছেন দক্ষিণাঞ্চলের ২১ জেলার হাজার হাজার মানুষ।

শনিবার ভোর থেকে তার প্রভাব পড়েছে মাদারীপুরের কাওড়াকান্দি ফেরিঘাটে। দেখা দিয়েছে ব্যাপক যানজট। আর ওই যানজটের কারণে কাওড়াকান্দি ঘাটে নেমে যাত্রীদের ২ কিলোমিটার পায়ে হেঁটে পাচ্চর বাইপাস সড়ক এসে গাড়িতে উঠতে হচ্ছে।

এদিকে সকাল থেকে থেমে থেমে বৃষ্টি থাকায় যাত্রীদের ভোগান্তি বেড়েছে বহুগুণ।

ঢাকা-বরিশাল মহাসড়কের ৩ কিলোমটার এলাকাজুড়ে দেখা দিয়েছে যানজট। ফলে দুর্ভোগে পড়েছেন এই রুটে চলাচলকারী যাত্রী ও চালকরা।

এ ছাড়া পারাপারের অপেক্ষায় আটকে আছে কয়েকশ’ গরু বোঝাই ও পণ্যবাহী ট্রাক রয়েছে।

মাদারীপুরের কাওড়াকান্দি ফেরিঘাটের ইন্সপেক্টর উত্তম শর্মা জানান, অতিরিক্ত যাত্রী ও যানবাহনের চাপে ঘাট এলাকায় নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা।