গাড়ি বহরে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছেঃ মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার সময় বিভিন্ন স্থানে খালেদা জিয়ার গাড়ি বহরে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ অভিযোগ করেন। দুপুর সোয়া ১২টার দিকে কক্সবাজারের উদ্দেশে চট্টগ্রাম সার্কিট হাউস থেকে গাড়িবহরে রওনা হয়েছেন খালেদা জিয়া।

মির্জা ফখরুল অভিযোগ করেন, বিএনপি যাতে মানুষের কাছাকাছি যেতে না পারে সেজন্যই পরিকল্পিতভাবে হামলা করা হচ্ছে। ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত আসতে বেশ কয়েক স্থানে হামলা হয়েছে। সাংবাদিক এবং সংবাদ মাধ্যমের গাড়িতে হামলা চালানো হয়েছে।

তিনি বলেন, ‘আমরা আশা করছি- চট্টগ্রাম থেকে কক্সবাজার যাওয়ার পথে এই ধরনের হামলার পুনরাবৃত্তি ঘটবে না। আমরা এই ব্যাপারে সরকারের পূর্ণ সহায়তা কামনা করছি। হামলাকারীদের প্রশ্রয় দেওয়া কাম্য নয়।’

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আমির খসরু মাহমুদ চৌধুরী, চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন, সহ-সভাপতি আবু সুফিয়ান, সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর প্রমুখ।