গিনেজ বুকে নাম উঠলো দাঁড়িওয়ালা নারী মডেলের

আন্তর্জাতিক ডেস্ক : দাড়িওয়ালা নারী মডেল হিসেবে গিনেজ বুকে নাম উঠলো ভারতীয় বংশোদ্ভুত ব্রিটেনের বার্কশায়ারের বাসিন্দা হারনাম কাউরের। বৃহস্পতিবার বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

হারনাম কাউর এখন বিশ্বের সবচেয়ে কম বয়সী নারী মডেল, যার মুখে ছয় ইঞ্চি লম্বা দাড়ি রয়েছে। ২৪ বছর ২৮২ দিন বয়সে তিনি এই রেকর্ডের স্বীকৃতি পেলেন।

কাউর হরমোনজনিত সমস্যা পলিসিস্টিক ওভারি সিনড্রোমে আক্রান্ত। এ কারণেই তাঁর শরীরে লোম, দাড়ি ও চুলের বৃদ্ধি বেশি।

 

harnam2
এ সমস্যার কারণে তাকে কিশোরী বয়স থেকে বন্ধুদের বিদ্রুপ শুনতে হতো। বিদ্রুপের মাত্রা এতোদূর পৌঁছেছিল, যে কিছুদিনের জন্য তাকে স্কুলে পাঠানো বন্ধ করে দেন অভিভাবকরা। পরবর্তীতে কাউর দাড়ি নিয়েই মডেলিং শুরু করেন। গত মার্চে তিনি লন্ডন ফ্যাশন উইকে র‌্যাম্পে হেটেছেন। কাউরই প্রথম দাড়িওয়ালার নারী যিনি এই র‌্যাম্পে হেটেছেন।