গুলশানে ডিসিসি মার্কেটে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর গুলশানে ডিসিসি মার্কেটে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে এখনো প্রচুর পরিমাণে ধোঁয়া বের হচ্ছে। ধোঁয়া ছড়িয়ে পড়ছে আবাসিক এলাকাতেও।

এদিকে, ডিসিসি মার্কেটের আগুন নেভাতে দেওয়া পানি জমে গেছে পাশের গুলশান সুপার মার্কেটে। ওই মার্কেটে কয়েক ইঞ্চি পানি জমে গেছে। উদ্বেগ ছড়িয়ে পড়েছে দোকানদারদের মধ্যে। দোকানদাররা মালামাল নামিয়ে ফেলেছেন মার্কেট থেকে। কোটি কোটি টাকার মালামাল নামিয়ে রাখা হচ্ছে পাশের মূল সড়কে। মালামাল হারিয়ে যাওয়ার ভয়ে দোকানের কর্মচারীরা সেসব পাহারা দিচ্ছেন।

প্রসঙ্গত, সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে ডিসিসি মার্কেটে আগুন লাগে। ইচ্ছাকৃতভাবে এই আগুন লাগানো হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা। তবে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক বলেছেন, মার্কেটের আগুন নাশকতা নয়, দুর্ঘটনা।