গৃহযুদ্ধ হতে পারে মিয়ানমারেঃ জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্কঃ রাজনৈতিক সঙ্কট আর সেনা শাসনের বিরুদ্ধে জনতার আন্দোলনে এক প্রকার অচলাবস্থা মিয়ানমারে। চলমান অবস্থা দীর্ঘ হলে সিরিয়ার মত দেশটি গৃহযুদ্ধে জড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘ।

এক বিবৃতিতে সংস্থাটি মানবাধিকার কমিশনের প্রধান মিশেল ব্যাশেলেট বলেন, মায়ানমারে জান্তা সরকারের শাসনে যে রাজনৈতিক সহিংসতার সৃষ্টি হয়েছে। তাতে প্রতিদিন দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। দেশটির সাধারণ মানুষের উপর প্রতিনিয়ত চলছে সেনা দমন-পীড়ন। এ কারণে দেখা দিয়েছে সিরিয়ার মত গৃহযুদ্ধের শঙ্কা।

গেল ফেব্রুয়ারিতে মিয়ানমারের গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চিসহ তার রাজনৈতিক দলের নেতাকর্মীদের গ্রেফতার করে সেনাবাহিনী। জারি করা হয় জরুরি অবস্থা। কিন্তু সামরিক শাসন প্রত্যাখান করে এর বিরুদ্ধে রাজপথে বিক্ষোভ শুরু করে সাধারণ জনগণ। সামরিক জান্তার নির্যাতনে এখন পর্যন্ত ৭শ’র বেশি মানুষের মৃত্যু হয়েছে।