গৃহ নির্মাণ কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা বিষয়ক বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত

জহিরুল ইসলাম, ময়মনসিংহ: নেত্রকোণা জেলায় “আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় চলমান গৃহ নির্মাণ কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা বিষয়ক বিভাগীয় কর্মশালা”  অনুষ্ঠিত হয়   ময়মনসিংহে বুধবার  সকাল ৯ টায়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ তোফাজ্জল হোসেন মিয়া, সিনিয়র সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়। জনাব মোঃ শফিকুর রেজা বিশ্বাস, বিভাগীয় কমিশনার, ময়মনসিংহ মহোদয়ের সভাপতিত্বে আয়োজিত এ  অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আশ্রয়ণ-২ প্রকল্পের প্রকল্প পরিচালক জনাব আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খান; জনাব মোঃ আহসান কিবিরিয়া সিদ্দিকি, মহাপরিচালক (প্রশাসন), প্রধানমন্ত্রীর কার্যালয়; জনাব এস,এ,এম, রফিকুন্নবী, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব), ময়মনসিংহ বিভাগ; জেলা প্রশাসক, ময়মনসিংহ জনাব মোহাম্মদ এনামুল হক; জেলা প্রশাসক, নেত্রকোণা জনাব অঞ্জনা খান মজলিশ; জেলা প্রশাসক, শেরপুর  জনাব জনাব সাহেলা আক্তার;  জেলা প্রশাসক, জামালপুর জনাব শ্রাবস্তী রায়।
এছাড়াও উক্ত অনুষ্ঠানে বর্ণিত জেলাসমূহের উপ-পরিচালক, স্থানীয় সরকার বিভাগ; অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব); নির্বাহী প্রকৌশলী, এলজিইডি/জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর; জিএম, পল্লী বিদ্যুৎ ও ডিআরআরওবৃন্দ এবং জেলাসমূহের সকল উপজেলার উপজেলা নির্বাহী অফিসারগণ; সহকারী কমিশনার (ভূমি); উপজেলা প্রকৌশলী ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।