গোপালগঞ্জের কোটালীপাড়ায় ইউপি নির্বাচনের জের সংখ্যালঘুদের বাড়ি ঘর ভাংচুর

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ইউপি নির্বাচনের জের ধরে সংখ্যালঘুদের বাড়ি ঘর ভাংচুর করা হয়েছে। রবিবার রাতে উপজেলার হিরন ইউনিয়নে লোহারংক গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী ও স্থানীয় সুত্রে জানা গেছে, হিরন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩ নং ওয়ার্ডের জয়ী সদস্য প্রার্থী মোঃ মুছা বিশ্বাসের লোকজন পরাজিত প্রার্থী মোঃ জাকির দাড়িয়ার সমর্থক শ্যামল দাস, খোকন সরকার, বিষ্ণু সরকার, অধির সরকারের বাড়ি ঘরে হামলা চালিয়ে ভাংচুর করে।
এ সময় খোকন সরকারের ছেলে সৌরভ সরকার (১৩) সহ ৫ জন আহত হয়। সৌরভ সরকারকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। খোকন সরকারের স্ত্রী ঊষা রাণী সরকার বলেন, নির্বাচনে আমরা পরাজিত সদস্য প্রার্থী মোঃ জাকির দাড়িয়ার নির্বাচন করেছি। এতে ক্ষিপ্ত হয়ে জয়ী প্রার্থী মুছা বিশ্বাসের সমর্থক সোহরাব শেখ ও জসিম দাড়িয়াসহ ১০/১৫ জন লোক নিয়ে আমাদের বাড়ি ঘরে হামলা চালিয়ে ভাংচুর ও আমার ছেলে সৌরভকে মারধর করে।
এ ব্যাপারে মুছা বিশ্বাসের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, আমার কোন সমর্থক সংখ্যালঘুদের বাড়ি ঘরে হামলা করে নাই।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুল ফানুক বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহন করা হবে।