গোপালগঞ্জে মাদক ব্যবসা উচ্ছেদ নিয়ে সংঘর্ষ, আহত ২৫

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে মাদক ব্যবসা উচ্ছেদ নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে নারীসহ কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে গোপালগঞ্জ শহরতলীর বেদগ্রামে এ ঘটনা ঘটে।
মারাত্মক আহত সাব্বির হোসেন (১৭), রেবেকা বেগম (৩৮), তরিকুল (৩০), আনিসুর রহমান (৪০), আওলাদ মোল্যা (৩০), ইমরান (২৫), তাবির শেখ (২৮), পিকুল হোসেনসহ (৩৫) ১০ জনকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম রেজা জানান, বেদগ্রামের শেখ মোশাররফ হোসেন ও তার ভাইয়েরা এলাকায় দীর্ঘ দিন ধরে মাদক ব্যবসা করে আসছিল। মাদক ব্যবসা উচ্ছেদ নিয়ে মোশাররফ হোসেন ও জেলা পরিষদের সদস্য শেখ শাহাবুদ্দিন হিটুর মধ্যে বিরোধ চলছিল। এরই জের ধরে মোশাররফ ও তার লোকজন হিটুর লোকজনের ওপর হামলা চালায়। এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে নারীসহ কমপক্ষে ২৫ জন আহত হন।