গোলাপ জলের উপকারিতা

নারীদের রূপচর্চায় ব্যাপক ব্যাবহার দেখা যায় গোলাপ জলের। রূপর্চচা ছাড়াও গোলাপ জলের আরও অনেক উপকারিতা রয়েছে। চলুন জেনে নেই গোলাপ জলের উপকারিতা-

  • পিএইচ লেবেলে ভারসাম্য বজায় রাখে
  • গোলাপ জলের প্রচুর পরিমাণে এন্টিঅক্সিডেন্ট থাকে
  • গোলাপ জল ত্বককে ভেতর থেকে হাইড্রেট করে তা সতেজ রাখতে সাহায্য করে
  • এস্ট্রিঞ্জেন্ট হিসেবে কাজ করে গোলাপ জল
  • গোলাপ জল খুবই ভালো ময়েশ্চরাইজারের কাজ করে। এটি ত্বককে পুষ্টি প্রদান করে। আপনি যদি প্রতিদিন গোলাপ জলের ব্যবহার করেন তাহলে আপনার ত্বক সর্বদা মসৃন থাকবে এবং যৌবন কখনই নষ্ট হবে না।