গোল্ডেন গ্লোবে প্রেজেন্টার প্রিয়াঙ্কা

বিনোদন ডেস্ক : মার্কিন টিভি সিরিজ ‘কোয়ান্টিকো’ ও বেওয়াচ সিনেমায় অভিনয় করে পশ্চিমা বিশ্বে বেশ ভালো পরিচিতি পেয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। হলিউডের নামি-দামি অ্যাওয়ার্ড অনুষ্ঠানগুলোতে নিয়মিতই উপস্থিত হচ্ছেন তিনি।

এর আগে চলচ্চিত্র অঙ্গনের অন্যতম সম্মানজনক পুরস্কার অ্যাকাডেমি অ্যাওয়ার্ড বা অস্কারে প্রেজেন্টার হিসেবে দেখা গেছে বাজিরাও মাস্তানিখ্যাত এ অভিনেত্রীকে। এবার ৭৪তম ‘গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড-২০১৭’-তে প্রেজেন্টার হিসেবে দেখা যাবে প্রিয়াঙ্কাকে।

সম্প্রতি মাইক্রোব্লগিং সাইট টুইটারে গোল্ডেন গ্লোবের অফিশিয়াল অ্যাকাউন্টে প্রেজেন্টার হিসেবে প্রিয়াঙ্কা চোপড়ার নাম ঘোষণা করা হয়। টুইটে লেখা হয়েছে, ‘আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি, টিমোথি ওলিফ্যান্ট, জাস্টিন থেরক্স এবং প্রিয়াঙ্কা চোপড়া ৭৪তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডে প্রেজেন্টার হিসেবে থাকবেন।’

আগামী ৮ জানুয়ারি রোববার ক্যালিফোর্নিয়ার বেভার্লি হিলসের দ্য বেভার্লি হিলটনে অনুষ্ঠিত হবে এ অ্যাওয়ার্ডের মূল পর্ব। এবারের অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন ‘দ্য টুনাইট শো’ খ্যাত জিমি ফ্যালন। প্রিয়াঙ্কা ছাড়াও এ অনুষ্ঠানে প্রেজেন্টার হিসেবে উপস্থিত থাকবেন অ্যামি সুমার, জো সালদাদো, ব্রি লারসনের মতো অভিনেত্রীরা।

এছাড়া ৭৪তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডের অন্যান্য প্রেজেন্টারদের মধ্যে রয়েছেন-ড্রিউ ব্যারিমোর, স্টিভ ক্যারেল, ম্যাট ড্যামন, ভায়োলা ডেভিস, লওরা ড্রার্ন, গোল্ডি হন, অ্যানা কেন্ড্রিক, নিকোল কিডম্যান, ডিয়েগো লুনা, সিয়েনা মিলার, ম্যান্ডি মুর, জেফ্রি ডিন মরগ্যান, ক্রিস পাইন, এডি রেডমেন, সিলভেস্টার স্ট্যালন, মিলো ভেন্টিমিগলিয়া, সোফিয়া ভারগারা এবং রিজ হুইদারস্পুন।