গ্রামের বাড়িতে ঈদ করার মজাই আলাদা

নিজস্ব প্রতিবেদক : কমলাপুরে স্টেশনে ঘরমুখী মানুষের উপচেপড়া ভিড়।

বিভিন্ন বয়সের নারী-পুরুষের সঙ্গে শিশুরা যেন ট্রেনে করে গ্রামের বাড়িতে যেতে প্রতিযোগিতায় নেমেছে। ভেতরে পরিপূর্ণ হওয়ায় প্রতিটি ট্রেনের ছাদেও শুক্রবার যাত্রীদের বাড়িতে যেতে দেখা যায়।

শুক্রবার সকাল থেকে কমলাপুর স্টেশনে দেখা যায়, ট্রেনের অপেক্ষায় প্লাটফর্মে বসে আছেন যাত্রীরা। হাতে ব্যাগ, সঙ্গে স্ত্রী-সন্তান, বন্ধু-বান্ধব, প্রিয়জন অথবা একাই বসে আছেন তারা। অনেকেই কাঙ্ক্ষিত ট্রেনের দিকে ছুটছিলেন।

ট্রেনের ভেতরেও ছিল মানুষের উপচেপড়া ভিড়। প্রতিটি ট্রেন কানায়-কানায় ভরে যাওয়ায় এদিন নির্দিষ্ট আসনের অনেক যাত্রী নিজের আসন পর্যন্ত পাচ্ছিলেন না। অনেকেই দরজা ছাড়াও জানালা দিয়ে নিজের আসনে পৌঁছাতে চেষ্টা করছিলেন।

দিনাজপুরগামী রেবেকা হাসান বলেন, ‘গ্রামের বাড়িতে ঈদ করার মজাই আলাদা। কেননা এদিন সবাইকে পাওয়া যায়। কমলাপুর স্টেশনে এসে ট্রেনে ওঠা ও সিট পাওয়া খুব কষ্ট হয়েছে।’

ট্রেনের অপেক্ষায় থাকা এক বেসরকারি ব্যাংক কর্মকর্তা বলেন, ‘টিকিট পেতে যেমন কষ্ট পেতে হয়েছে তেমনি ট্রেনের সিট পেতেও একই কষ্টের শিকার হতে হয়। তারপরও ট্রেনে উঠতে পেরে খুব ভাল লাগছে।’

এ সময় তার ছোট কন্যাশিশু মালিহা বলে, ‘দাদু বাড়ি যাচ্ছি। খুব মজা করব।’ তাদের মতো অনেকের কণ্ঠে একই কথা শোনা যায়।

স্টেশন ম্যানেজার সীতাংশু চক্রবর্তী রাইজিংবিডিকে বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছাড়াও রেলওয়ের নিরাপত্তা বাহিনী দায়িত্ব পালন করছে। যাত্রীর চাপ থাকায় ঘরমুখী মানুষের কিছুটা ভোগান্তি হচ্ছে। তবে ট্রেনের শিডিউল ঠিক রেখে যাত্রীদের নির্বিঘ্নে যাতায়াত নিশ্চিত করা হচ্ছে। এ জন্য ট্রেন ছাড়তে তেমন দেরিও হচ্ছে না।’

পারাবত, সোনার বাংলা, তিস্তা, প্রভাতী, নীল সাগর, দেওয়ানগঞ্জ স্পেশাল, রংপুর স্পেশালসহ প্রায় ৪০টি ট্রেন বিভিন্ন সময় স্টেশন থেকে শুক্রবার ছেড়ে যাবে বলে খোঁজ নিয়ে জানা গেছে।