গ্রুপ সেরা পর্তুগাল নিউজিল্যান্ডকে হারিয়ে

ক্রীড়া ডেস্ক : ড্র করলেই হতো পর্তুগালের। সেমিফাইনাল তাদের আগেই নিশ্চিত ছিল। গ্রুপ পর্বের শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে তাই হাল্কাভাবে নেয়ার কথা জানিয়েছিল ক্রিস্টিয়ানো রোনালদোরা। কিন্তু মাঠের খেলায় সেই ছাপ পাওয়া গেল না। সিরিয়াস পর্তুগাল শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়েছে ৪-০ ব্যবধানে।

টানা খেলার ওপর থাকায় ক্রিস্টিয়ানো রোনালদোকে বিশ্রামে রাখার ইঙ্গিত দিয়েছিলেন পর্তুগালের কোচ ফার্নাডো সান্তোস। কিন্তু ম্যাচে রোনালদোকে রেখে একাদশ সাজান সান্তোস। সেই রোনালদোর গোলে নিউজিল্যান্ডের বিপক্ষে লিড পায় পর্তুগাল। শনিবার রাতে কনফেডারেশন্স কাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ৩৩ মিনিটে গোল করেন সিআর সেভেন। এরপর বের্নার্দো সিলভা, আন্দ্রে সিলভা ও নানি গোল করে পর্তুগালের বড় জয় নিশ্চিত করেন।

এ জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে উঠেছে ইউরোর সেরারা। সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ বি গ্রুপের দ্বিতীয় সেরা দল। আগামী বুধবার ফাইনালের টিকেট পেতে মাঠে নামবে পর্তুগাল।

তবে সেমিফাইনালের আগে বড় ধাক্কা হজম করতে হয়েছে পর্তুগালকে। টুর্নামেন্টে দ্বিতীয় হলুদ কার্ড পাওয়ায় সেমিফাইনাল খেলতে পারবেন না ডিফেন্ডার পেপে।

৩৩ মিনিটে টম ডয়লে ডি বক্সের ভিতরে ডানিলোকে ফাউল করায় পেনাল্টি পায় পর্তুগাল। স্পটকিকে গোল করার সহজ সুযোগটি হাতছাড়া করেননি পর্তুগালের অধিনায়ক। এ গোল দিয়ে পর্তুগালের হয়ে ৭৫তম গোল করেন রোনালদো। চার মিনিটের ব্যবধানে প্রতিভাবান বের্নার্দো সিলভা দ্বিতীয় গোল করেন। ফুলব্যাক সান্তোসের থেকে বল পেয়ে লক্ষ্যভেদ করেন মোনাকোর এ তারকা।

 

২-০ ব্যবধানে লিড নিয়ে বিরতিতে যায় পর্তুগাল। বিরতির পর ২৩ মিনিট মাঠে থাকেন রোনালদো। এ সময়ে পর্তুগাল একাধিক সুযোগ তৈরী করলেও নিউজিল্যান্ডের রক্ষণদূর্গ্য ভাঙতে পারেনি। ম্যাচের ৮০ মিনিটে শিরোপা প্রত্যাশীদের হয়ে তৃতীয় গোলটি করেন ম্যানচেস্টার সিটির আন্দ্রে সিলভা। মিডফিল্ডে বের্নার্দোর থেকে বল পেয়ে একাই বল নিয়ে এগিয়ে যান আন্দ্রে সিলভা। এরপর নিখুঁত শটে দলকে তৃতীয় গোলের স্বাদ দেন।

রোনালদোর পরিবর্তে মাঠে নামা নানি শেষ মুহূর্তে গোল করে ব্যবধান ৪-০ করেন। অতিরিক্ত সময়ে আন্দ্রে সিলভার পাস থেকে ডি বক্সের ভিতরে বাম পায়ে জোরালো শটে গোল করেন নানি।