ঘরমুখো মানুষের যাত্রায় যানজটে নাকাল মহাসড়ক

লকডাউন শিথিলের পর রাজধানী ছাড়তে শুরু করেছে মানুষ। প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপন করতে ঘরমুখো মানুষ ও যানবাহনের চাপ বেড়েছে। যার প্রভাব পড়েছে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে।

সড়কে অতিরিক্ত যানবাহনের চাপে বঙ্গবন্ধু সেতু পূর্ব পর্যন্ত ১৩ কিলোমিটার এলাকা জুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

আমাদের গাজিপুর প্রতিনিধি জানায়, গাজিপুর চৌ-রাস্তা থেকে উভয় দিকে প্রায় ১৫ কিলোমিটার যানজট। গাড়ি চলাচলেও রয়েছে ধীরগতি।

এদিকে, ঈদকে কেন্দ্র করে সাভারে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। নবীনগর থেকে চন্দ্রা ও বাইপাইল থেকে আবদুল্লাহপুর পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়ছে সাধারণ যাত্রী ও পরিবহন চালকরা।

মানিকগঞ্জের দৌলদিয়া ফেরীঘাটে যাত্রীবাহী পরিবহনের দীর্ঘ যানজট লক্ষ করা যায়। ফেরী পারের অপেক্ষায় রয়েছে শতশত যাত্রীবাহী পরিবহন ও সাধারণ যাত্রী।

অন্যদিকে, রাজধানীর কুড়িল বিশ্বরোড থেকে শুরু করে এয়ারপোর্ট উত্তরা পর্যন্ত লম্বা যানজট। নারায়ঞ্জের গাঊছিয়া থেকে শুরু করে মুরগাপাড়া, কাঞ্চান হয়ে কুড়িল বিশ্বরোড পর্যন্ত যানজট। গাড়ী চলাচলে ধীরগতির কারণে এবং সড়কে হঠাৎ গণপরিবহনের চাপ বাড়ায় এমন যানজট লক্ষ করা যায়।