ঘরেই তৈরী করুন চিকেন টোস্ট

বিকেলে বা সন্ধ্যায় চিকেন টোস্ট খেতে মন চাইছে আর তার জন্য রেস্তোরাঁয় দৌড়াতে হবে না, ঘরে খুব সহজে তৈরি করতে পারেন চিকেন টোস্ট।

চলুন দেখে নিই কী কী উপকরণ লাগবে—

উপকরণ

১. এক টেবিল চামচ তেল

২. দুই টেবিল চামচ পেঁয়াজকুচি

৩. এক চা চামচ লবণ

৪. আধা টেবিল চামচ আদা বাটা

৫. আধা টেবিল চামচ রসুন বাটা

৬. এক কাপ মুরগির কিমা

৭. পরিমাণমতো পানি

৮. এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার

৯. আধা চা চামচ গোলমরিচের গুঁড়ো

১০. একটি ডিম

১১. চার পিস পাউরুটি

প্রস্তুত প্রণালি

প্রথমে ফ্রাইপ্যানে তেল, পেঁয়াজকুচি, লবণ, আদা বাটা, রসুন বাটা, মুরগির কিমা ও পানি দিয়ে নাড়ুন।

এবার এর মধ্যে কর্নফ্লাওয়ার ও গোলমরিচের গুঁড়ো দিয়ে ভাজুন। ভাজা হয়ে গেলে নামিয়ে নিন।

বাটিতে ডিম ফেটে নিন। এর পর পাউরুটির ওপর মুরগির কিমা ভাজা দিয়ে আরেকটি পাউরুটি উপরে দিয়ে ডিমে চুবিয়ে গরম তেলে ছেড়ে ভাজুন। ভাজা হয়ে গেলে নামিয়ে পরিবেশন করুন মজাদার চিকেন টোস্ট।