ঘুষ ছাড়া সরকারী চাকরি আশা করা যায় না !

মেহেদী হাসানঃ– ঘুষ বাণিজ্যের কাছে জিম্মি হয়ে পড়েছেন চাকরি প্রত্যাশীরা। সরকারি প্রতিষ্ঠানগুলোতে উৎকোচ ছাড়া চাকরি পাওয়া আর আলাদিনের চেরাগ হাতে পাওয়া সমান কথা। চাহিদা অনুযায়ী উৎকোচ দিতে পারলে সংশ্লিষ্ট পদের যোগ্যতা না থাকলেও চাকরি পেতে অসুবিধা হয় না। উৎকোচের জন্য প্রয়োজনীয় টাকা এবং নকল হোক আর আসল হোক একটা সার্টিফিকেট থাকলেই হলো। ঘুষ বাণিজ্য কিভাবে বিস্তার লাভ করেছে তার প্রতিচিত্র ফুটে উঠেছে বাংলাদেশ প্রতিদিনের এ সংক্রান্ত শীর্ষ প্রতিবেদনে। এতে বলা হয়েছে- স্বাস্থ্য সেক্টর, পুলিশ, শিক্ষা খাতসহ সব সেক্টরের সব নিয়োগেই টাকা লেনদেন এখন ওপেন সিক্রেট। এমনকি স্কুলের দফতরি, গুদামঘরের নাইট গার্ডের নিয়োগ পেতেও উৎকোচের চাহিদা পূরণ করতে হয়। স্থানীয় পর্যায়ে এমপির নেতৃত্বে রাজনৈতিক দলের নেতা-কর্মীরা নিজেদের হিস্যা হাতিয়ে নেওয়ার পরই নিয়োগপত্র নিশ্চিত করা হয়। কোথাও নিয়োগ বাণিজ্যের টাকা ভাগাভাগি করে নেয় এমপি ও সরকারি কর্মকর্তারা। নিয়োগ ক্ষেত্রে টাকা আদায় ও বণ্টনে দলীয় লোকজন বা এমপি ভাগ না পেলেই বাধছে ঝামেলা। অভিযোগ-পাল্টা অভিযোগ তুলে বন্ধ করা হয় নিয়োগ প্রক্রিয়া। বিধি মোতাবেক আবেদন-নিবেদন, লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষা, যাচাই-বাছাই ও মেধার কোনো পাত্তা দেওয়া হয় না। কে আগে টাকা পরিশোধ করছে তার ভিত্তিতেই তৈরি হয় নিয়োগ তালিকা। চাকরির ইন্টারভিউ বা লিখিত পরীক্ষার দিন প্রকাশ্যে টাকা লেনদেনের হাট বসে যায়। উৎকোচ বাণিজ্যের কারণে অধিকাংশ ক্ষেত্রে অযোগ্য এবং অনৈতিক লোকজনদের পক্ষে সরকারি চাকরি পাওয়া সম্ভব হয়। চাকরি পাওয়ার পর মানুষের সেবার বদলে কিভাবে উৎকোচের মাধ্যমে নিজেদের শ্রীবৃদ্ধি ঘটানো যায় তা অধিকাংশ সরকারি কর্মকর্তা-কর্মচারীর কর্তব্য হয়ে দাঁড়ায়। জনস্বার্থ ও জাতীয় স্বার্থ জলাঞ্জলি দিতেও তারা কার্পণ্য করে না। বৃহত্তর জাতীয় স্বার্থে সরকারি কর্মচারী নিয়োগে স্বচ্ছ পদ্ধতি বের করতে হবে। সরকারি চাকরি পাওয়া যে কোনো নাগরিকের সাংবিধানিক অধিকার। ঘুষখোরদের কাছে সে অধিকার জিম্মি থাকবে তা মেনে নেওয়া যায় না।