ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’ বাংলাদেশে আঘাত হানবে কী?

নিজস্ব প্রতিবেদক: পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’ অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ উড়িষ্যার দিকে আঘাত হানতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে ঘূর্ণিঝড়টি বাংলাদেশমুখী হবে কি না, এ বিষয়ে জানতে শনিবার পর্যন্ত অপেক্ষা করতে হবে।

এরই মধ্যে আবহাওয়া অধিদপ্তর ইতিমধ্যে দেশের সমুদ্রবন্দরগুলোকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে।

আর মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

সেই সঙ্গে বলা হয়েছে, গভীর সমুদ্রে বিচরণ না করতে।

ভারতীয় আবহাওয়া অফিস শুক্রবার স্থানীয় সময় বেলা পৌনে ২টার বুলেটিনে জানায়, বেলা সাড়ে ১১টায় পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের ওপর ঘূর্ণিঝড় তৈরি হয়েছে, যা শনিবার সকালের দিকে উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ ওড়িশার মধ্যে স্থলভাগে আছড়ে পড়তে পারে।

বিশ্ব আবহাওয়া সংস্থার সাইক্লোনসংক্রান্ত আঞ্চলিক সংস্থার (ইএসসিএপি) তালিকা অনুযায়ী এ ঘূর্ণিঝড়ের নাম দেয়া হয়েছে ‘জাওয়াদ’। নামটি প্রস্তাব করেছিল সৌদি আরব।