ঘূর্ণিঝড় মোরার আঘাতে ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ সহায়তা আ.লীগের চারটি টিম যাচ্ছে

নিজস্ব প্রতিবেদক : ঘূর্ণিঝড় মোরার আঘাতে ক্ষতিগ্রস্ত  এলাকায় ত্রাণ সহায়তা কর্মকাণ্ড চালাতে ক্ষমতাসীন আওয়ামী লীগের চারটি টিম যাচ্ছে বৃহস্পতিবার।

বুধবার বিকেলে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ের সামনে প্রিয়াংকা কমিউনিটি সেন্টারে এক সংবাদ সম্মেলনে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ কথা বলেন। এর আগে শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে ওবায়দুল কাদেরের সভাপতিত্বে সহযোগী সংগঠনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ওবায়দুল কাদের বলেন, দুটি কারণে আমরা সভায় মিলিত  হয়েছি। একটি হচ্ছে সহযোগী সংগঠনের সাথে মতবিনিময়ে দলের বিভিন্ন সাংগঠনিক কর্মতৎপরতা নিয়ে আলোচনা হয়েছে। আরেকটি হচ্ছে উপকূলীয় অঞ্চলে মোরার আঘাতে ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ সহায়তার বিষয়ে।

সহযোগী সংগঠনগুলোর সাথে মতবিনিময়ের প্রসঙ্গ তুলে ধরে ওবায়দুল কাদের বলেন, রমজান মাস বলে আমাদের সাংগঠনিক কর্মকাণ্ড বসে থাকবে না। এ মাসে আমরা দলের কিছু আভ্যন্তরীণ বিষয় আছে, কিছু জেলায় কমিটি নিয়ে সমস্যা আছে সেগুলো সমাধান করব। আমাদের দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকরা এসব সমস্যা সমাধানে কাজ করবেন। প্রয়োজন হলে আমিও দেখব। এ ছাড়া যেখানে নেত্রীর পরামর্শ প্রয়োজন হবে সেখানে নেত্রীর পরামর্শ নেব।

তিনি আরো বলেন, আমাদের হাতে জাতীয় নির্বাচনের সময় খুব কম। আমরা ইতিমধ্যে আওয়ামী লীগের বর্ধিত সভার মধ্য দিয়ে আগামী জাতীয় নির্বাচনের অলআউট প্রস্তুতি শুরু করে দিয়েছি।

মোরায় ক্ষদিগ্রস্ত উপকূলীয় অঞ্চলে আওয়ামী লীগের পক্ষে ত্রাণ সহায়তার প্রসঙ্গ তুলে ধরে ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের নীতি হচ্ছে, দুর্যোগ, দুর্গত এলাকায় রিলিফ দিয়ে আসলাম আর চলে গেলাম, এই অবস্থা নয়। শেখ হাসিনার সরকার দুর্যোগ মোকাবিলায় রিঅ্যাকটিভ।

তিনি আরো বলেন, নেত্রীর নির্দেশনায় সেখানে আমাদের টিম যাচ্ছে। নেত্রীর নির্দেশনায় ত্রাণ সহয়তা দিতে গিয়ে ফটোশেন করার কোনো নির্দেশনা নেই। আমাদেরকে তিনি বলেছেন, রিলিফ দিয়ে তন্ন তন্ন করে কোথায় কি কি ক্ষতি হল, তা খুঁজে বের করে এগুলোর ক্ষতি নিরূপণ করতে হবে। এরপর ক্ষতিগ্রস্তদের তালিকাসহ সবকিছু প্রস্তুত করে তাৎক্ষণিক একটা সাহায্য দেবে।

ওবায়দুল কাদের বলেন, আগামীকাল কক্সবাজারে প্রশাসনসহ স্থানীয় নেতাদের সঙ্গে একটি প্রস্তুতি সভা হবে। এরপর শুক্র ও শনিবার মূলত ত্রাণ তৎপরতা শুরু হবে।

এরপর ত্রাণ সহায়তা কর্মকাণ্ডে আওয়ামী লীগের চারটি টিমের নেতাদের নাম ঘোষণা করেন তিনি। এই টিমগুলোর মধ্যে কক্সবাজার, টেকনাফ, সেন্টমার্টিনে দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম, একেএম এনামুল হক শামীম, গোলাম কিবরিয়া চিনু, রেমন্ড আরেং, কুতুবদিয়া-মহেশখালী জাহাঙ্গীর কবির নানক, মির্জা আজম, সুজিত রায় নন্দী, এস এম কামাল হোসেন, আনোয়ার হোসেন, আনোয়ার-পতেঙ্গায় আবদুর রহমান, মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাইফুজ্জামন চৌধুরী জাভেদ এবং বান্দরবান-রাঙামাটিতে আখতারুজ্জামান, দীপঙ্কর তালুকদার, বীর বাহাদুর, অসীম কুমার উকিল উপস্থিত থাকবেন।

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ নেতাদের মধ্যে অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, মাহবুব উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, খালিদ মাহমুদ চৌধুরী, দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ উপস্থিত ছিলেন।