ঘূর্ণিঝড় মোরার কারণে উপকূলীয় এলাকায় ২০ হাজার কাঁচা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত

সচিবালয় প্রতিবেদক : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, ঘূর্ণিঝড় মোরার কারণে উপকূলীয় এলাকায় ২০ হাজার কাঁচা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। শিশুসহ দুইজন নিহত হয়েছে।

কক্সবাজারের চকরিয়ায় গাছ পড়ে এক ব্যক্তি মারা গেছেন। এ ছাড়া আশ্রয় কেন্দ্রে যাওয়ার পথে এক শিশু মারা গেছে।

মঙ্গলবার দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ে সভাকক্ষে জরুরী এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান। ঘূর্ণিঝড়ের কারণে এ সংবাদ সম্মেলন ডাকা হয়।

তিনি বলেন, ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের জন্য সরকার থেকে ১ কোটি ৮৭ লাখ টাকা নগদ সহায়তা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যে সেন্টমার্টিনে নৌবাহিনীর একটি জাহাজ ত্রাণ নিয়ে রওনা হয়েছে। ত্রাণ সরবরাহে বিমান ও অন্যান্য বাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে।

তিনি আরো বলেন, আগে থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়ার কারণে ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতির পরিমাণ কম হয়েছে।