চকবাজারে কম্প্রেসর বিস্ফোরণে অারো একজন মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক : পুরান ঢাকার চকবাজারে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের (এসি) কম্প্রেসর বিস্ফোরণে দগ্ধ জাকির হোসেন (৩০) মারা গেছেন।

বুধবার ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

জাকিরকে নিয়ে এ ঘটনায় তিনজনের মৃত্যু হলো।

বুধবার দুপুরে বার্ন ইউনিটের আবাসিক সাজন ডা. পার্থ শংকর পাল বলেন, ‘জাকিরের শ্বাসনালী পুড়ে যায়। এ কারণে সব চেষ্টা করেও তাকে বাঁচানো যায়নি। আবার এ ধরনের রোগীরা বেঁচেও থাকে না।’

উল্লেখ্য, গত ২ জুলাই চকবাজারের হরনাথ ঘোষ রোডের তাবা ইলেকট্রনিকসে এসির কম্প্রেসর বিস্ফোরণে এ দুর্ঘটনা ঘটে। তিনজন দগ্ধ হলে তাদের হাসপাতালে ভর্তি করা হয়। ৯ জুলাই মাসুম এবং মঙ্গলবার সকালে আবুল কাশেম মারা যান।