চট্টগ্রামের স্কুলে ভর্তি বাণিজ্যচিত্র ভয়াবহ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রামে বেসরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়সমূহে ভর্তি ও টিসি বাণিজ্যচিত্র ভয়াবহ।

গতকাল রোববার পর্যন্ত ৫ ম্যাজিস্ট্রেটের অভিযানে ভর্তিকালে অতিরিক্ত অর্থ আদায় করার চিত্র ফুটে উঠেছে। এ ছাড়া ম্যাজিস্ট্রেটদের প্রভাবিত করার চেষ্টা করা হয় বলে তারা জানিয়েছেন।

চট্টগ্রাম জেলা প্রশাসকের নির্দেশে ম্যাজিস্ট্র্রেটদের নেতৃত্বে গঠিত তদন্ত কমিটি প্রায় অর্ধশতাধিক স্কুলে অভিযান চালিয়ে ভর্তি বাণিজ্যের এই ভয়াবহ চিত্র উদ্ঘাটন করেন। অভিযান পরিচালনাকারী ম্যাজিস্ট্রেটগণ হলেন, তাহমিলুর রহমান মুক্ত, সাব্বির রহমান সানি, শারমিন আক্তার, মোঃ তৌহিদুল ইসলাম ও শেখ নুরুল আলম।

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন এলাকায় দায়িত্বরত উপ-কমিটির আহবায়ক জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমান বলেন, ‘ভর্তিকালে অতিরিক্ত ফি আদায় সম্পর্কে এসব স্কুল কর্তৃপক্ষের কাছে জানতে চাইলে স্কুলের প্রধান শিক্ষক ও পরিচালনা কর্তৃপক্ষ ম্যাজিস্ট্রেটদের বিভিন্নভাবে বিভ্রান্ত করার চেস্টা করেন।’

তাহমিলুর রহমান বলেন, ‘নগরীর বিখ্যাত আইডিয়াল স্কুলে পরিদর্শনকালে দেখা যায়, সেখানে সরকার নির্ধারিত ভর্তি ফি থেকে অতিরিক্ত ৫০০০ টাকা নেওয়া হচ্ছে। ঢাকা মেট্রোপলিটন ব্যতিত অন্যান্য মেট্রোপলিটন এলাকায় সেশন চার্জসহ ভর্তি ফি হওয়ার কথা সর্বোচ্চ ৩০০০ টাকা। সেখানে চিটাগাং আইডিয়াল স্কুল নিচ্ছে প্রায় ৮০০০ টাকা। এর অতিরিক্ত তারা কম্পিউটার বাবদ ১৫০০ টাকা ও ল্যাব বাবদ আরো ১৫০০ টাকা আদায় করছে।’

ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমান জানান, অভিভাবকদের সঙ্গে কথা বলে ক্লাস পরীক্ষায়ও ওই স্কুলে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ পাওয়া গেছে। চিটাগাং আইডিয়াল স্কুলে সকল ছাত্রের নিজস্ব খাতা-কলম-বই কিনতে হয়। তাদের ছাত্র ছাত্রী সংখ্যা ২৫০০। ম্যাজিস্ট্রেটের তদারককালে দেখা গেছে এই স্কুলে শুধুমাত্র কম্পিউটার ও ল্যাব থেকে প্রতি বছর এ প্রতিষ্ঠানের আয় প্রায় ৫০ লাখ টাকা।

ম্যাজিস্ট্রেটদের অভিযানে নগরীর যেসব নামি স্কুলে ভর্তি বাণিজ্যের ভয়াবহ চিত্র উঠে এসেছে, এগুলোর মধ্যে রয়েছে : মেরিট বাংলাদেশ (ভর্তি ৬২০০, পুনঃভর্তি ৩০০০ টাকা, টিসি ১০০০ টাকা), সিডিএ পাবলিক স্কুল এন্ড কলেজ (ভর্তি ৫৫০০ টাকা, বাংলা মিডিয়াম থেকে ইংলিশ মিডিয়ামে যেতে অতিরিক্ত ৬৫৫০ টাকা), পূর্ব বাকলিয়া সিটি কর্পোরেশন বালক উচ্চ বিদ্যালয় (সিটি কর্পোরেশন ফি ভর্তির অতিরিক্ত ২২০০ টাকা), চর চাক্তাই সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয় (সিটি কর্পোরেশন ফি ভর্তির অতিরিক্ত ২২০০ টাকা, জুলেখা আমিনুর রহমান সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয় (সিটি কর্পোরেশন ফি ভর্তির অতিরিক্ত ২২০০ টাকা ও নতুন ভর্তি ৩২৭০ টাকা, টিসি ৩০০০ টাকা) বিএএফ শাহীন কলেজ (৪৫০০ টাকা সেশন চার্জ), বাংলাদেশ ইলিমেন্টারি স্কুল (ভর্তি ১৬৬৫০ টাকা, টিসি ৭০০০ টাকা)।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তৌহিদুল ইসলামের নেতৃত্বে নগরীর হালিশহর ক্যান্টনমেন্ট স্কুলে চালানো হয় তদারকি কার্যক্রম। এসময় স্কুলটির প্রিন্সিপাল লেফটেনেন্ট কর্ণেল নুরুজ্জামান এই কমিটিকে তথ্য দিলেও সে তথ্যে সাক্ষর করতে অস্বীকৃতি জানান।

নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম বলেন, এসব স্কুলের একাউন্টস থেকে ভর্তি চিত্রের ভয়াবহ রূপ উঠে এসেছে। এই শিক্ষা প্রতিষ্ঠানটিতে বিভিন্ন খাতে মোট ফি ২০ হাজার টাকা নেওয়া হয়।

তদারককালীন সন্তোষজনক প্রতিবেদনের তালিকায় যেসব স্কুল রয়েছে, সেগুলো হচ্ছে : খাজা ওয়ালিউল্লাহ ইনস্ট্রিটিউট, সেন্ট মেরিস স্কুল, গরীবে নেওয়াজ উচ্চ বিদ্যালয়, বাসন্তী বালিকা উচ্চ বিদ্যালয়, পিএইচ আমিন একাডেমি,ন্যাশনাল পাবলিক বাংলাদেশ স্কুল এন্ড কলেজ, নুরুল ইসলাম পৌর বালিকা উচ্চ বিদ্যালয়, এআইখান উচ্চ বিদ্যালয়, ইন্টারন্যাশনাল স্কুল, ইস্টার্ন রিফাইনারি মডেল হাই স্কুল, দেলোয়ারা জাহান স্কুল এন্ড কলেজ, চট্টগ্রাম এয়ারপোর্ট হাইস্কুল, সাউথ পতেঙ্গা হাইস্কুল, মাঝি পাড়া মাহাবুবুন্নবী চৌধুরি হাইস্কুল, পতেঙ্গা সিটি কর্পোরেশন গার্লস হাইস্কুল, সাউথ হালিশহর হাইস্কুল, টাইগারপাস বহুমুখী উচ্চ বিদ্যালয়, আলহাজ্ব এম এ সালাম উচ্চ বিদ্যালয়, দক্ষিণ পশ্চিম বাকলিয়া উচ্চ বিদ্যালয়, পাঠানতলী সিটি কর্পোরেশন স্কুল ।