চট্টগ্রামে করোনা ভাইরাস টিকার দ্বিতীয় ডোজ প্রদান শুরু

রাজিব শর্মা, চট্টগ্রামঃ চট্টগ্রামেও করোনাভাইরাসের টিকার দ্বিতীয় ডোজ প্রদান কার্যক্রম শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার (৮ এপ্রিল) সকাল ৯টা থেকে চট্টগ্রাম মহানগরের ১৫ কেন্দ্র ও ১৪ উপজেলা কেন্দ্রে এ কার্যক্রম শুরু হয়। পাশাপাশি প্রথম ডোজের টিকাদান সেবা কার্যক্রমও চালু থাকবে বলে জানা যায়।

চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, জেলায় ইতোমধ্যে প্রথম ডোজের ৫ লাখ ২০ হাজার ১১৩ জন নিবন্ধনের মধ্যে টিকা নিয়েছেন ৪ লাখ ৯ হাজার ৪৫৩ জন।

চট্টগ্রাম সিভিল সার্জন (দায়িত্বপ্রাপ্ত) ডা. আসিফ খান গণমাধ্যমদের জানান, এসএমএস প্রাপ্তির নিশ্চয়তা ছাড়া টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করা যাবে না। প্রথম ডোজ নেয়ার পরও যারা এসএমএস পায়নি তাদের কি করা উচিত এক প্রশ্নের উত্তরে বলেন, যদি কেউ এসএমএস না পায় তাহলে প্রথম ডোজ গ্রহণের তারিখ থেকে দুই মাস পরের তারিখে দ্বিতীয় ডোজের টিকা নেয়া যাবে।

গত ৭ ফেব্রুয়ারি শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলকে টিকাদানের মাধ্যমে চট্টগ্রাম জেলার করোনার টিকার প্রথম ডোজ প্রদান কার্যক্রম শুরু হয়েছিল। ওই দিন আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা টিকার প্রথম ডোজ নিয়েছিলেন।

অন্যধিকে বাংলাদেশ স্বাস্থ্য অধিদফতর ওয়েবসাইট সর্বশেষ হালনাগাদ সূত্রে জানা গেছে, টিকাদান কার্যক্রম শুরুর পর থেকে বুধবার (৭ এপ্রিল) পর্যন্ত দেশে মোট টিকাগ্রহণকারীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৫ লাখ ৬৮ হাজার ৭০৩ জন। যারা টিকা নিয়েছেন তাদের মধ্যে পুরুষ ৩৪ লাখ ৫৩ হাজার ২৯১ ও নারী ২১ লাখ ১৫ হাজার ৪১২ জন। তাদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার উপসর্গ নিয়ে রিপোর্ট করেছেন মোট ৯৩৯ জন।