চট্টগ্রামে চবিতে ভর্তি পরীক্ষায় জালিয়াতির দায়ে ৮ জনের সাজা

চবি প্রতিনিধি : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় জালিয়াতির দায়ে আটজনের সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

তবে তাদের শাস্তির মাত্রা এখনও নির্ধারণ হয়নি। আগামীকাল এসব তথ্য জানা যাবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আলী আজগর চৌধুরী।

বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

সাজাপ্রাপ্তদের সবাইকে কলা ও মানববিদ্যা অনুষদ অধিভুক্ত ‘বি১’ ইউনিটের পরীক্ষা চলাকালে আটক করা হয়। আর আটককৃতদের সাজাদানকারী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন হাটহাজারী উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুল ইসলাম সরদার।

সাজাপ্রাপ্তরা হলেন- ইমরান হোসেন, আরাফাতুল ইসলাম, মো. আমান উল্লাহ, তাহমিদ মোহাম্মদ ইমতিয়াজ, জ্যাকি ত্রিপুরা, মো. শাকিল হোসেন, মহসিন মিয়া ও জাহিদ হোসেন।

এদের মধ্যে ইমরান নিজেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিভি অ্যান্ড ফিল্ম স্ট্যাডিজের শিক্ষার্থী বলে দাবি করেছেন। আমান উল্লাহ ঢাবির সমাজবিজ্ঞান অনুষদে ও মো. শাকিল হোসেন ঢাবির লোকপ্রশাসন বিভাগের এ বছরই ভর্তির সুযোগ পেয়েছেন বলেও দাবি করেছেন।

বাকিরা পরীক্ষার্থী বলে জানা যায়। সাজাপ্রাপ্তদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে হাটহাজারী থানায় হস্তান্তর করা হয়।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রক্টর আলী আজগর চৌধুরী বলেন, ভর্তি জালিয়াতির সঙ্গে যেসব চক্র জড়িত তাদের ধরতে চেষ্টা চলছে।