চট্টগ্রামে ফখরুল ইসলামের গাড়ি বহরে হামলার ঘটনায় চট্টগ্রাম আদালতে মামলা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের গাড়ি বহরে হামলার ঘটনায় চট্টগ্রাম আদালতে মামলা হয়েছে।

বুধবার বেলা ১১টার দিকে বিএনপি নেতা ও প্রাক্তন জেলা পিপি এনামুল হক চট্টগ্রামের মুখ্য মহানগর হাকিম শহীদুল্লাহ কায়সারের আদালতে মামলাটি দায়ের করেন।

মামলায় যুবলীগ ও ছাত্রলীগের ২৬ নেতাকর্মীর নাম উল্লেখ এবং ২৫-৩০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। আদালত মামলাটি গ্রহণ করে আদেশের জন্য অপেক্ষমাণ রেখেছেন।

মামলার আসামিরা হলেন- মো. সরওয়ার, নাজিম উদ্দিন বাদশা, মো. রাসেল, মো. মহসিন, জাহেদ (১), জাহেদ (২), মো. আলমগীর, নাঈমুল ইসলাম, শিমুল গুপ্ত, পাবেল বড়ুয়া। এরা রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী বলে জানা গেছে।

মামলার বাদী অ্যাডভোকেট এনামুল হক মামলা বলেন, ‘আদালত মামলাটি আমলে নিয়ে আদেশের জন্য অপেক্ষমাণ রেখেছেন।’

প্রসঙ্গত, গত ১৮ জুন মির্জা ফখরুলের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল রাঙামাটিতে পাহাড় ধসে ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ করতে যাওয়ার সময় রাঙ্গুনিয়া ইছাখালী এলাকায় তাদের গাড়ি বহরে হামলা হয়। পরে মির্জা ফখরুল ত্রাণ বিতরণ না করে চট্টগ্রামে ফিরে আসেন।