চট্টগ্রামে বিএনপি, জামায়াতের ও ছাত্রশিবিরের ৩০ নেতা-কর্মীকে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : শুক্রবার গভীর রাত থেকে শনিবার সকাল পর্যন্ত অভিযানে এদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে ২৪ জন বিএনপির এবং ছয়জন জামায়াত-শিবিরের নেতা-কর্মী। চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় চলমান বিশেষ অভিযানে বিএনপি, জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের ৩০ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ।

চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) রেজাউল মাসুদ জানান, চলমান বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন উপজেলা থেকে ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। নাশকতা ঠেকাতে এই অভিযান পরিচালিত হচ্ছে।

জেলার সীতাকুণ্ড উপজেলা থেকে একজন, মিরসরাই থেকে দুইজন, ফটিকছড়ি থেকে দুইজন, হাটহাজারী হতে ১২ জন, রাউজান উপজেলা থেকে একজন, বোয়ালখালী উপজেলা থেকে একজন, চন্দনাইশ থেকে একজন, সাতকানিয়া উপজেলা থেকে দুইজন, লোহাগাড়া উপজেলা থেকে তিনজন, বাঁশখালী হতে দুইজন, ভুজপুর থানা এলাকা থেকে দুইজন এবং জোরারগঞ্জ থানা এলাকা থেকে একজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।