চট্টগ্রামে মার্জিন ঋণের ২৯ কোটি টাকার সুদ মওকুপ হচ্ছে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) আওতায় বিনিয়োগকারীদের মার্জিন ঋণের ২৯ কোটি টাকা সুদ মওকুপ হচ্ছে।

রাষ্ট্রায়ত্ত অর্থ লগ্নিকারী প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) ২০১০ সালে শেয়ারবাজার ধসে ক্ষতিগ্রস্ত মার্জিন ঋণধারী গ্রাহকদের ৮০ শতাংশ সুদ মওকুফ করছে। এর আওতায় চট্টগ্রামের বিনিয়োগকারীরা প্রায় ২৯ কোটি টাকা সুদ মওকুপ পাচ্ছেন।

আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড চট্টগ্রামের ব্রাঞ্চ ম্যানেজার এ এস এম মনজুর মোর্শেদ জানান, মার্জিন ঋণের কারণে অনেক বিনিয়োগকারী সেকেন্ডারি মার্কেটে সক্রিয় হতে পারছেন না। এই অবস্থায় আইসিবি মার্জিন ঋণের সুদের ৮০ শতাংশ মওকুপের উদ্যোগ নিয়েছে। সুদ মওকুফ সুবিধা ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের আবারো বাজারে সক্রিয় হতে অনুপ্রেরণা দেবে।

মনজুর মোর্শেদ আরো জানান, ইতিমধ্যে গ্রাহকদের কাছে সুদ মওকুফ সুবিধার বিষয়ে চিঠি দেওয়া শুরু হয়েছে। অনেকে ব্যক্তিগতভাবে এসেও খোঁজ নিচ্ছেন। সুদের ৮০ শতাংশ মওকুফ সুবিধা পাওয়ার জন্য অবশিষ্ট ২০ শতাংশ সুদ আগামী ৩০ জুনের মধ্যে পরিশোধ করতে হবে। তবে গ্রাহক ইচ্ছে করলে ৩ কিস্তিতে তা পরিশোধ করতে পারবেন। এই সুদের অর্থ জমার বিপরীতে শেয়ারও ক্রয় করা যাবে।

আইসিবি সূত্র জানায়, ২০১০ থেকে ২০১৬ সাল পর্যন্ত মার্জিনধারী গ্রাহকদের প্রকৃত লোকসান বিবেচনায় সুদ মওকুপের উদ্যোগ নেওয়া হয়েছে। এ ক্ষেত্রে স্বাধীন নিরীক্ষকের মাধ্যমে প্রকৃত লোকসান নিরূপণ করা হয়েছে। আইসিবির বিভিন্ন শাখায় কমপক্ষে সাড়ে ১২ হাজার গ্রাহক সুদ মওকুফের সুবিধার আওতায় আসছে।