চট্টগ্রামে মিথ্যা ঘোষণায় আনা পণ্যভর্তি কন্টেইনার জব্দ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রাম বন্দরে মিথ্যা ঘোষণায় আমদানি করা মোবাইল ফোন সেটভর্তি একটি কন্টেইনার জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

বৃহস্পতিবার এই কন্টেইনারে সরেজমিন শতভাগ কায়িক পরীক্ষা চালানো হবে বলে অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন।

জানা গেছে, ঢাকার পুরানা পল্টন এলাকার ইন্টারন্যাশনাল নামে একটি প্রতিষ্ঠান মিথ্যা ঘোষণা দিয়ে চালানটি আমদানি করে। এই চালান খালাস করতে আমদানিকারকের পক্ষে গত ১১ জানুয়ারি বিল অফ এন্ট্রি (৫৪৪৭৭) দাখিল করে সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান অর্পিতা অ্যাসোসিয়েট।

এটি খালাস প্রক্রিয়া চলার সময় শুল্ক গোয়েন্দা মিথ্যা ঘোষণায় মোবাইল ফোন সেট আমদানির তথ্য পেয়ে এটি জব্দ করে।

আজ জব্দকৃত কন্টেইনার সরেজমিন পরীক্ষা করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক হোসাইন আহমেদ।