চট্টগ্রামে যৌতুক মামলায় একজনের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন আদালতে যৌতুকের মামলায় ইকবাল হায়দার নামের এক আসামিকে ২ বছর কারাদণ্ড এবং ২০ হাজার অর্থদণ্ড করা হয়েছে।

সোমবার বিকেলে চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক সেলিম মিয়া এই রায় ঘোষণা করেন। দণ্ডিত আসামি পলাতক রয়েছে।

চট্টগ্রাম মহানগরীর হালিশহর আবাসিক এলাকার বাসিন্দা ইকবাল হায়দার সন্দ্বীপ উপজেলার হারামিয়া ইউনিয়নের বখতেয়ারহাট এলাকার গোলাম মোস্তফার ছেলে।

উল্লেখ্য, ২০১৩ সালের ২৯ সেপ্টেম্বর এক লাখ টাকা যৌতুকের দাবিতে মারধরের অভিযোগে ইকবালের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন তার স্ত্রী নাসিমা বেগম। ওই মামলায় ২০১৪ সালের ৮ সেপ্টেম্বর আসামির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১১ (গ) ধারায় অভিযোগ গঠন করেন আদালত।  রাষ্ট্রপক্ষের তিনজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত সোমবার রায় ঘোষণা করেন।