চট্টগ্রামে শীঘ্রই রেডজোন ঘোষণা করা হোক

রাজিব শর্মা, চট্টগ্রাম ব্যুরোঃ চট্টগ্রামকে রেড জোন ঘোষণা করে এক মাসের কারফিউ জারির দাবি করেছে চট্টগ্রাম মহানগর বিএনপি। একই সাথে করোনা পরিস্থিতি থেকে উত্তরণে ১২টি প্রস্তবনাও তুলে ধরা হয় বিএনপির পক্ষ থেকে।

আজ রবিবার নগরীর নাসিমন ভবনে সংবাদ সম্মেলন করে এসব প্রস্তাবনা তুলে ধরেন মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন।

সংবাদ সম্মেলনে ডা. শাহাদাত বলেন, চট্টগ্রামের করোনা পরিস্থিতি দিন দিন খারাপের দিকে যাচ্ছে। তাই চট্টগ্রামকে অতি দ্রুত রেড জোন ঘোষণা করতে হবে। একই সাথে এক মাস কারফিউ জারি করলে পরিস্থিতি স্বাভাবিক হবে। সংবাদ সম্মেলনে ১২টি প্রস্তাবনা তুলে ধরেন ডা. শাহাদাত। এ প্রস্তাবনাগুলোর মধ্যে রয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজকে ৫০০ শয্যার কোভিড হাসপাতালে উন্নীত করে মেডিকেল হাসপাতালের মাঠকে ফিল্ড হাসপাতালে পরিণত করা, নগরীর ছয়টি মেডিকেল কলেজে কোভিড হাসপাতাল ঘোষণা করা, আইসিইউ সুবিধা আছে এমন হাসপাতালগুলোকে সরকার অধিগ্রহণ করা, আইসোলেশন সেন্টার তৈরির জন্য ব্যবসায়ীদের উদ্ধুদ্ধ করা, স্থায়ী হাসপাতালগুলোতে সেন্ট্রাল অক্সিজেন লাইনের ব্যবস্থা করা অন্যতম।

সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির উপদেষ্টা জাহিদুল করিম কচি, সিনিয়র যুগ্ম সম্পাদক এস.এম. সাইফুল আলম, যুগ্ম সম্পাদক ইয়াছিন চৌধুরী লিটন, সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুল ইসলাম, সহ-দপ্তর সম্পাদক ইদ্রিস আলী প্রমুখ।