চট্টগ্রামে ৬ বস্তা সরকারি ওষুধ জব্দ

চট্টগ্রাম : চট্টগ্রাম মহানগরীর বৃহত্তম পাইকারী ওষুধের বাজার কোতোয়ালি থানার হাজারী গলিতে অভিযান চালিয়ে ছয় বস্তা বিক্রয় নিষিদ্ধ সরকারি ওষুধ জব্দ করেছে চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশ।

বৃহস্পতিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ কমিশনার জসিম উদ্দিনের নেতৃত্বে অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ সরকারি ওষুধ জব্দ করা হয়। এই ঘটনায় সুবল মল্লিক নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার জসিম উদ্দিন রাইজিংবিডিকে জানান, গোপন তথ্যের ভিত্তিতে জেলা প্রশাসন ও ওষুধ প্রশাসনের সহযোগিতায় হাজারী গলির গুরুচরণ মার্কেটের এম এন ড্রাগ হাউজ নামের একটি ওষুধের দোকানে অভিযান পরিচালনা করা হয়। ওই সময় উক্ত দোকানে মজুদকৃত প্রায় ছয় বস্তা বিক্রয় নিষিদ্ধ সরকারি ও বিনামূল্যে বিতরণের বিভিন্ন বিদেশি সংস্থার ওষুধ জব্দ করা হয়েছে।

এই ঘটনায় দোকান মালিক সুবল মল্লিককে আটক করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।