চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা ছাত্রীর

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) রুকাইয়া সুলতানা (রুকু) নামের এক ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহনন করেছেন। শনিবার (৮ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলের ২১০ নম্বর কক্ষে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. নূরূল আজিম শিকদার। শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলের ২১০নং কক্ষ থেকে ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করে চবি মেডিকেলে পাঠানো হয়। হাসপাতাল সূত্রে জানা যায়, রুকাইয়াকে যখন মেডিকেলে আনা হয় তখন তিনি বেঁচে ছিলেন। পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চবি প্রক্টর ড. নূরুল আজিম শিকদার বলেন, ওই ছাত্রীকে উদ্ধার করে চবি মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছিল। সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পোস্টমর্টেমের পর এই বিষয় আমরা বিস্তারিত জানতে পারবো। ওই শিক্ষার্থী ব্যবসায় প্রশাসন অনুষদের ব্যবস্থাপনা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষে অধ্যয়নরত বলে জানা গেছে। তার বাড়ি লালমনিরহাটে।