চন্দ্রিমা উদ্যানে জিয়ার লাশ থাকলে আমি সে লাশের ছবি দেখতে চাই: কাদের

চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের লাশ নেই চ্যালেঞ্জ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, চন্দ্রিমা উদ্যানে জিয়ার লাশ থাকলে আমি সে লাশের ছবি দেখতে চাই। পারলে বিএনপি জাতির সামনে জিয়ার লাশের ছবি পেশ করুক।

শুক্রবার (২৭ আগস্ট) সকালে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা আয়োজিত শোক দিবসের অনুষ্ঠানে তিনি একথা বলেন।

তিনি বলেন, ১৫ আগস্টের পরে বঙ্গবন্ধুর খুনিদের তারা নিরাপদে বিদেশে দূতাবাসে চাকরি দিয়েছেন, পুরস্কৃত করেছেন। এসবের উত্তর মির্জা ফখরুল দিতে পারবেন? মির্জা ফখরুল এসবের উত্তর দিতে পারবেন না। ১৫ আগস্ট এলেই বিএনপির গাত্রদাহ শুরু হয়। তাদের অস্থিরতা শুরু হয়। কারণ হত্যাকাণ্ডের পর মেজর ডালিম জিয়াউর রহমানের কাছে গিয়েছিলেন রিপোর্ট করতে। জিয়া বলেছিলেন ওয়েল ডান, গ্রেট জব। কেন সেদিন জিয়া এসব করেছিলেন এসব প্রশ্নের উত্তর বিএনপি দিতে পারে নাই। বিএনপি এসবের জবাব দিতে গেলে অস্থিরতায় ভোগে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, খালেদা জিয়ার একাধিক জন্মতারিখের বিষয়টি হাওয়া থেকে পাওয়া তথ্য নয়। তার জীবনী থেকে বলছি।

অনুষ্ঠানে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়েরর সাবেক উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান, ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়, সম্পাদক লেখক ভট্টাচার্য উপস্থিত ছিলেন।