চবিতে দুই ছাত্রলীগ নেতাকে স্থায়ীভাবে বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ ও পুলিশ সংঘর্ষের পর ক্যাম্পাসে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অভিযোগে  দুই ছাত্রলীগ নেতাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

এই দুই ছাত্রলীগ নেতা হলেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক মিজানুর রহমান বিপুল এবং সহ-সম্পাদক আব্দুল্লাহ আল কায়সার শাকিল।

এরা ঘটনার সঙ্গে জড়িত এবং সিটি মেয়র আ জ ম নাছির সমর্থিত।

দুই নেতাকে স্থায়ীভাবে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রীয় ছাত্রলীগের দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন শাহজাদা।

উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বহিষ্কৃত ছাত্র মো. কায়সারকে পরীক্ষায় অংশগ্রহণ করতে বাধা দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। কিন্তু কায়সারের সহযোগীরা বিভাগের সামনে গিয়ে অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি করে কায়সারকে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বাধ্য করার চেষ্টা চালায়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে গেলে পুলিশের সঙ্গে ছাত্রলীগ কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পুলিশসহ ১০ জন আহত হন।