চবিতে শিবির সন্দেহে ঢাবি শিক্ষার্থীকে মারধর

চবি প্রতনিধি : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিবির সন্দেহে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীকে শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা মারধর করেছে বলে অভিযোগ উঠেছে।

মারধরের শিকার ওই শিক্ষার্থীর নাম জালাল। তিনি নিজেকে ঢাবির টিভি অ্যান্ড ফিল্ম স্টাডিজ বিভাগের শিক্ষার্থী বলে দাবি করেছেন।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, বুধবার বেলা আড়াইটার দিকে জীববিজ্ঞান অনুষদের সামনে জালালকে মারধর করেন ছাত্রলীগের সভাপতি আলমগীর টিপুর অনুসারীরা।

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নিয়াজ মোর্শেদ রিপন জানান, মারধরকারীরা দাবি করেছে জালাল ভর্তি জালিয়াতির সঙ্গে জড়িত এবং সে ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তাকে পুলিশে দেওয়া হয়েছে।

শাখা ছাত্রলীগের জ্যেষ্ঠ সহসভাপতি মনছুর আলম জানান, জালাল চবিতে এক বছর পড়ার সময় শিবিরের রাজনীতি করেছে এবং সে ভর্তি জালিয়াতি চক্রের সঙ্গে জড়িত। ছাত্রলীগ কর্মীরা তাকে চিনতে পেরে প্রশাসনের কাছে তুলে দেয়।

হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ বেলাল উদ্দিন জাহাঙ্গীর জানান, জালাল পুলিশি হেফাজতে আছে। তার বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।