চরফ্যাশনের ৪নং জিন্নাগড় ইউপি নির্বাচনে বিদ্রোহী প্রার্থীর আনারস মার্কার গণসংযোগ

তরিকুল ইসলাম হৃদয়: চরফ্যাশনে তিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে, জিন্নাগড় ইউপি নির্বাচনে জিন্নাগড় ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান হোসেন মিয়া (নৌকা), মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ (আনারস) প্রতীক নিয়ে নির্বাচন করবেন । বিদ্রোহী প্রার্থী মোল্লা আবুল কালাম আজাদ আনারস মার্কার গণসংযোগ করছেন। তিনি বলেন, আমি মোল্লা আবুল কালাম আজাদ দীর্ঘ অনেক অনেক বছর ধরে ৪নং জিন্নাগড় ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে এই ইউনিয়নের জনগণের সাথে মতবিনিময় করেছি, মানুষের ধারে ধারে গিয়েছি, শেষ এক বছর ধরে মাঠে কাজ করেছি জনগণের কল্যাণে,এই ইউনিয়নে নির্বাচন করার লক্ষ্যে আমি গত পহেলা ডিসেম্বর মনোয়নপত্র দাখিল করেছি। কিন্তু ষড়যন্ত্র করে আমার মনোনয়ন পত্র বাতিল করে কুচক্র মহল,আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী বর্তমান চেয়ারম্যান মোঃ হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করার লক্ষ্যে। তিনি ক্রাইম পেট্রোল বিডিকে বলেন, আমি আপনাদের মাধ্যমে এই ইউনিয়নের জনগণকে জানাতে চাই, এই ইউনিয়নে ব্যাপকহারে দুর্নীতি চলছে বহু বছর ধরে। এখানে চাঁদাবাজি চলছে এখানে মানুষ বিচার পাচ্ছে না। এই জিন্নাগড় বাসী ওই চেয়ারম্যানকে বাঘের মতো ভয় পাচ্ছে। তিনি বলেন, জনগণতো একজন জনপ্রতিনিধিকে ভালবাসবে,জনগনতো তাকে ভয় পাবার কথা নয়, অথচ এই ইউনিয়নের মানুষ বিশেষ করে ৬,৭,৮ নং ওয়ার্ডের মানুষ চেয়ারম্যানসহ চেয়ারম্যানের পরিবারকে ভাগিনা, ভাই, ভাতিজাকে,মানুষ বাঘের মতো ভয় করে। এবং ইতিমধ্যেই আমরা ক্রাইম পেট্রোল বিডির প্রতিবেদক সহ তার টিম নিউজের সাক্ষাৎকার নেয়ার সময়, স্পটেই প্রতিদ্বন্দ্বী নৌকা প্রার্থীর কর্মীসমর্থকরা আমাদের কাজের বিঘ্নতা ঘটানোর চেষ্টা করেছিল। পরে আমরা সেই বাধা-বিপত্তি উপেক্ষা করে তার কাছে জানতে চাইলে তিনি আরো বলেন, আমি এই ইউনিয়নের মানুষের স্বাধীনতা ফিরিয়ে দেয়ার জন্য, মানুষ যে জিম্মি অবস্থা, এবং কাশেমগঞ্জের মানুষকে জিম্মিদশা থেকে মুক্ত করার জন্য, এলাকার উন্নয়নের জন্য মাননীয় এমপি জ্যাকব ভাইয়ের মাধ্যমে ২৯শে ডিসেম্বর নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রার্থী হয়েছি। তিনি বলেন, আমি নির্বাচিত হলে এই ইউনিয়নের কিছু কাজ বাকি আছে বিশেষ করে কিছু রাস্তাঘাট,পুল, কালভার্ট এর কাজগুলো করা। এবং এলাকার মানুষের মধ্যে ন্যায্য বিচার প্রতিষ্ঠা করবো। আর সরকারের রিলিফ সামগ্রী সহ, সরকারী সুযোগ সুবিধাগুলি আমি ন্যায্য ভাবে বন্টন করব। এবং মানুষের মধ্যে আমি শান্তির পরিবেশ প্রতিষ্ঠা করব। পরিশেষে তিনি বলেন,তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী হোসেন মিয়া জিন্নাগড়ের জনগণের মধ্যে মিথ্যা গুজব ছড়াচ্ছে। তিনি জানান,আমার মনোনয়ন পত্র অবৈধ বলে সাধারণ জনগণের কাছে গুজব ছড়িয়ে দিচ্ছে,আমার প্রার্থীতা বাতিল করার জন্যে মোটা অঙ্কের ঘুষ বাণিজ্যের মাধ্যমে প্রতিদ্বন্দ্বী প্রার্থী মামলা করলেও আলহামদুলিল্লাহ আমার মনোনয়ন পত্র মহামান্য হাইকোর্ট বৈধ্য ঘোষণা করেন। আমি চাই অবাদ সুষ্ঠু নির্বাচন। তিনি আরও বলেন,ইনশাআল্লাহ মহামান্য হাইকোর্টের নির্দেশে গতকালকে নির্বাচন অফিস প্রিজাইডিং অফিসার আমার আনারস মার্কার প্রতীক বরাদ্দ করেছেন। এবং তিনি আগামী ২৯শে ডিসেম্বর আনারস মার্কার ভোট জনগণের কাছে প্রার্থনা করেছেন।