চরফ্যাসনের চরমানিকা কোস্টগার্ড ও বিদ্যানন্দের ত্রাণ বিতরণ

মোঃআলাউদ্দিন ঘরামীঃ চরফ্যাসন উপজেলার দক্ষিণ আইচার চরকচ্ছপিয়ায় ১০০ অসহায় পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে কোস্ট গার্ড ও বিদ্যানন্দ ফাউন্ডেশন। শনিবার(১ লা মে) কোস্ট গার্ড আউটপোস্ট চরমানিকার কন্টিজেন্ট কমান্ডার এম জমির হোসেন (সিপিও) এ তথ্য জানান। তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে কোস্টগার্ড উপকূলীয় অঞ্চলের মানুষের বিভিন্ন প্রয়োজনে এগিয়ে এসেছে।
বর্তমান করোনাভাইরাসের প্রভাবে কর্মহীন ও অসহায় মানুষের আয় বন্ধ হয়ে যাওয়ায় তাদের সাহায্যে এগিয়ে এসেছে কোস্ট গার্ড ও বিদ্যানন্দ ফাউন্ডেশন।তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড ভোলা জেলার অধীনস্থ চরমানিকা আউটপোস্ট  দক্ষিণ আইচা থানা চরকচ্ছপিয়া নীলিমা জ্যাকব মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ১০০ অসহায় পরিবারের মাঝে (চাল,ডাল,আটা ও লবন)বিতরণ করা হয়।
ত্রান সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন, চরমানিকা ইউনিয়ন ৪ নং ওয়ার্ড ইউপি সদস্য মুসলেউদ্দিন মজুমদার, ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য ফারুক মেম্বার, সাংবাদিক সেলিমা রানা,এম আর মমিন, হাসান লিটন, ও চরমানিকা কোস্ট গার্ডের সদস্যবৃন্দ সহ প্রমুখ।