চরফ্যাসনে তিন ইউপি নির্বাচনে সতন্ত্র-২, নৌকা-১ জয়লাভ

তরিকুল ইসলাম হৃদয়- চরফ্যাশন উপজেলা প্রতিনিধিঃ ভোলা চরফ্যাশন উপজেলার ৩ টি ইউপিতে স্বতন্ত্র -২, নৌকা-১ টি তে জয়লাভ করেছে। আজ ২৯ শে ডিসেম্বর সকাল ৮ টা ৩০ মিনিটে ভোট গ্রহন শুরু হয়ে বিকাল ৪ টা ৩০ মিনিটে শেষ হয়। এবারই প্রথম ইভিএম এ তিনটি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

চরফ্যাশন উপজেলা নির্বাচন অফিস জানান শান্তিপূর্ণ ভাবে আমিনাবাদ, জিন্নাগড়,নীলকমল ইউনিয়ন নির্বাচনে স্বতন্ত্র ২ জন বাংলাদেশ আ’লীগ মনোনীত নৌকা ১ টি জয়ী হয়েছেন। চরফ্যাশন আমিনাবাদ ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মোঃ সায়েদুর রহমান মিঠু (আনারস) ৪৬৭৭, আনোয়ার হোসেন (ঘোড়া)-২২৩৩,বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মোঃ জামালউদ্দিন (নৌকা)-১০৩৩ ভোট পেয়েছে। মোট ভোটার ১১৯৩৩,ভোটের হার ৬৬.৭৩ জিন্নাগড় ইউনিয়ন স্বতন্ত্র প্রার্থী মোল্লা আবুলকালাম আজাদ (আনারস) ২০০৮,বাংলাদেশ আ’লীগ মনোনীত মোঃ হোসেন মিয়া (নৌকা) ৫৮৮৪ ভোট পেয়েছেন। মোট ভোটার-১১৪৩৭, ভোটের গড়-৬৯.১৩। এদিকে নীলকমল ইউনিয়ন ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। স্বতন্ত্র প্রার্থী মোঃ ইকবাল হোসেন লিখন (মোটরসাইকেল) -৭২৮৭ ভোট,ওয়াহিদুজ্জামান স্বতন্ত্র (অটোরিকশা) -২০০,মোঃ জিল্লুর রহমান স্বতন্ত্র (ঘোড়া)-৭৯,মোঃ আবুলকাশেম স্বতন্ত্র (আনারস) -৯৯, বাংলাদেশ আ’লীগ মনোনীত মোঃ আলমগীর হোসেন হাওলাদার (নৌকা)- ৫১৭৫,মোঃ ইউসুফ আলী স্বতন্ত্র (চশমা)-৩৩০ ভোট পেয়েছেন। মোট ভোটার ২৪৬৮২, ভোটের হার-৫৬.৭৭ উল্লেখ্য (১ডিসেন্বর) বৃহস্পতিবার জিন্নাগর, আমিনাবাদ,নীলকমল ইউপি নির্বাচনে মনোনয়নপত্র দাখিল, ৩ ডিসেম্বর বাছাই, প্রার্থিতা প্রত্যাহার ১০ ডিসেম্বর প্রার্থীতা প্রত্যাহার ও আজ২৯ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাচন অফিসার মোঃ রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।