চরম দরিদ্র হচ্ছে ১২ কোটি মানুষ

আন্তর্জাতিক ডেস্ক : জলবায়ু পরিবর্তন ও ক্ষুদ্র আয়ের কৃষকের ওপর এর প্রভাবের কারণে ২০৩০ সাল নাগাদ বিশ্বের ১২ কোটি ২০ লাখ মানুষ চরম দারিদ্র সীমায় বসবাস করতে বাধ্য হবে।

সোমবার জাতিসংঘের খাদ্য ও কৃষি বিষয়ক সংস্থা (এফএও) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

‘দ্য ২০১৬ স্টেট অব ফুড অ্যান্ড এগ্রিকালচার’ শীর্ষক প্রতিবেদনটিতে বলা হয়েছে, ‘বিশ্ব খাদ্য নিরাপত্তায় জলবায়ু পরিবর্তণ একটি গুরুত্বপূর্ণ ও ক্রমবর্ধমান হুমকি।ব্যাপকভাবে দীর্ঘমেয়াদে জমি,পানি, মৎস ও বনায়ন অধিগ্রহণ বৈশ্বিক দারিদ্রকে নির্মুল করতে পারবে না।’

১৯৪ পৃষ্ঠার ওই প্রতিবেদনে বলা হয়েছে, ২০৩০ সাল নাগাদ ৩ কোটি ৫০ লাখ থেকে ১২ কোটি ২০ লাখ লোক চরম দারিদ্র সীমায় বাস করতে বাধ্য হতে পারে। এর মধ্যে আফ্রিকার সাহারা অঞ্চলের কৃষকরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে।

প্রতিবেদনে কৃষি ও খাদ্য ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন আনার পরামর্শ দেওয়া হয়েছে। সংস্থাটি একই সঙ্গে বিশ্বের অর্ধকোটি ক্ষুদ্র কৃষককে বিশেষ সুবিধা দেওয়ার আহ্বান জানিয়েছে। এর পাশাপাশি কৃষিতে গ্রিন হাউজ গ্যাস নিঃসরণের মাত্রা কমানোর উদ্যোগ নিতে হবে।