চসিক প্রকৌশলী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : অবৈধ সম্পদ অর্জনের মামলায় চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) নির্বাহী প্রকৌশলী এম সাইফুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার সকাল সাড়ে ১০টার দিকে বাসা থেকে সিটি করপোরেশন দপ্তরের কর্মস্থলে যাওয়ার পথে দুর্নীতি দমন কমিশন (দুদক) চট্টগ্রাম বিভাগীয় দপ্তরের কর্মকর্তারা তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন দুদক চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক আজিজ আহাম্মেদ। দুপুরে তাকে চট্টগ্রাম আদালতে হাজির করার কথা রয়েছে।

দুদক সূত্র জানায়, ২০০৯ সালে সাইফুর রহমানের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে নামে দুদক। নোটিশ দেওয়ার পর দুদকে জমা দেওয়া সম্পদ বিবরণীতে এক লাখ ৪০ হাজার ৪৫২ টাকার সম্পদের তথ্য গোপন করেন তিনি।

এ ছাড়া অনুসন্ধানে তার ৩৩ লাখ ৯৩ হাজার ৫৯১ টাকার সম্পদ পাওয়া যায়, যার কোনো বৈধ উৎস তিনি দেখাতে পারেননি।

এই ঘটনায় চলতি বছরের ১৩ জুলাই দুদকের উপ-পরিচালক হামিদুল হাসান তার বিরুদ্ধে মামলা দায়েরের সুপারিশ করে অনুসন্ধান প্রতিবেদন জমা দিলে কমিশন মামলা করার অনুমোদন দেয়। সর্বশেষ গত ১৭ জুলাই চট্টগ্রাম দুদকের উপ-পরিচালক হামিদুল হাসান বাদী হয়ে নগরীর খুলশী থানায় একটি মামলা দায়ের করেন।

ওই মামলায় আজ সাইফুর রহমানকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে চসিকের সিভিল প্রকৌশল বিভাগে কর্মরত আছেন তিনি।