চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে আবারো নৌকার নির্বাচনী অফিসে আগুন দিয়েছে দূর্বৃত্তরা

আজিম উদ্দিন, চাঁপাই নবাবগঞ্জ ঃ চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে (শিবগঞ্জ) আবারো নৌকার নির্বাচনী অফিসে আগুন দিয়েছে দূর্বৃত্তরা। এতে ওই নির্বাচনী অফিসের মালামাল পুড়ে গেছে বলে নিশ্চিত করেছেন নৌকা প্রতীকের উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম-আহŸায়ক তৌহিদুল আলম টিয়া।

(২ ডিসেম্বর) দিবাগত রাত ৩ টার দিকে কানসাট ইউনিয়নের আব্বাস বাজারের প্রধান নির্বাচনী ওই অফিসে আগুন দেয় দূর্বৃত্তরা। তৌহিদুল আলম টিয়া জানান, দূর্বৃত্তদের দেয়া আগুনে কানসাটের প্রধান নির্বাচনী অফিসের ব্যানার, পোস্টার, টেবিলক্লথ ও অফিসের সামিয়ানা পুড়ে গেছে। তিনি আরও বলেন, এ ঘটনায় সহকারী রির্টানিং কর্মকর্তা ও আইন-শৃঙ্খলা বাহিনীকে জানানো হয়েছে।’

তিনি বলেন, এখন পর্যন্ত নৌকার ৪টি অফিস পুড়িয়ে (কানসাট, মোবারকপুর, মোহনবাগ ও দায়পুকুরিয়া) দিয়েছে দূর্বৃত্তরা। এসব অফিস পুড়ানোর ঘটনায় আইন-শৃঙ্খলা বাহিনী ও সহকারি রির্টানিং কর্মকর্তাদের জানানো হলেও; ব্যবস্থা নেওয়ার আশ্বাসই শুধু মিলেছে; কার্যত কোন ব্যবস্থায় গ্রহণ করা হয়নি। পুলিশের পক্ষ থেকে ঘটনার পর শুধু পরিদর্শনই মিলেছে। এমনকি কারা এ ধরনের ঘটনা রাতের আঁধারে করছে; তাদের চিহিৃত করাও সম্ভব হয়নি প্রশাসেনর পক্ষ থেকে।’

এদিকে, নৌকা প্রতীকের প্রার্থী ডা. সামিল উদ্দিন আহম্মেদ শিশুল জানান, সম্প্রতি তাঁর একাধিক অফিসে আগুন দেয়ার ঘটনা ঘটলেও; এখন পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। এমনকি তাঁর নেতা-কর্মীদের উপর হুমকি-ধামকি অব্যাহত আছে বলেও অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, প্রতিপক্ষ সতন্ত্র প্রার্থীর (ট্রাক) লোকজনের হুমকি-ধামকি এবং কিছু কিছু জায়গায় প্রভাব বিস্তার করায় আমারা নেতা-কর্মী ও সমর্থকরা এখনও ওইসব এলাকায় ভোটের প্রচার-প্রচারনা চালাতে পারছেনা। তিনি বলেন, নয়ালাভাঙ্গা ইউনিয়েনর তিনিটি ওর্য়াডে এবং মরদানা এলাকায় প্রতিপক্ষের লোকজন প্রতিনিয়ত এই হুমকি-ধামকি অব্যাহত রেখেছেন। আশি আশা করবো পুলিশ প্রশাসন ও রির্টানিং কর্মকর্তা এসব বিষয়ে দ্রæত ব্যবস্থা গ্রহণ করে নির্বাচনের সুষ্ঠ পরিবশে বজায় রাখবেন।’

এদিকে, শিবগঞ্জ থানার ওসি সাজ্জাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তিনি জানান, পেট্রোল বোমা বা বিষ্ফোরক দ্রব্য দিয়ে নির্বাচনী অফিসটি পুড়িয়ে ফেলার আলামত পাওয়া গেছে। তবে কে বা কারা এ ধরনের নাশকতামূলক কর্মকান্ড ঘটিয়েছে, তা তদন্ত করা হচ্ছে এবং এ বিষয়ে দ্রæতই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।