চার ‘জিনের বাদশা’ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : মোবাইল ফোনে অচেনা ব্যক্তির কাছে কল করে জিনের বাদশা পরিচয় দিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রাজধানীর মালীবাগের পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কার্যালয়ে রোববার সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

পুলিশের ডিআইজি রওশন আরা বলেন, শনিবার রাতে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা থেকে মো. আশরাফুল মন্ডল, মো. মাফুজ, মো. আবু জাহিদ সিদ্দীকি ওরফে জাহিদ এবং মো. তাহাজ উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা নিরীহ মানুষকে টার্গেট করে তাদের দুর্বলতার সুযোগে টাকা হাতিয়ে নিতেন।

তিনি জানান, মোবাইল ফোনের মাধ্যমে অচেনা মানুষের কাছে জিনের বাদশা পরিচয় দিয়ে প্রতারণার ফাঁদ পাততেন তারা। ওই ব্যক্তি তাদের অনুরক্ত হয়ে পড়লে তাকে ভয়ভীতি দেখাতেন। সন্তানের অমঙ্গলসহ বিভিন্ন কথা বলে দুর্বল করে টাকা হাতিয়ে নিতেন।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, এই প্রতারকদের সঙ্গে বড়-বড় লোক জড়িত। তদন্তের স্বার্থে তাদের নাম বলা যাচ্ছে না।

রাজধানীর যাত্রাবাড়ী এলাকার এক নারীর কাছ থেকে ২৩ লাখ টাকা হাতিয়ে নেওয়ার সূত্র ধরেই প্রতারক চক্রের সন্ধান মেলে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।