চার দিনের ভুটান সফর শেষে দেশে ফিরেছেন এরশাদ

জ্যেষ্ঠ প্রতিবেদক : চার দিনের ভুটান সফর শেষে দেশে ফিরেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ‍হুসেইন ‍মুহম্মদ এরশাদ।

শুক্রবার সকালে ঢাকার শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি। এ সময় তাকে স্বাগত জানান দলের কো-চেয়ারম্যান জিএম কাদের ও প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা এমপি।

ভুটানের রাজার আমন্ত্রণে ১০ জুলাই ভুটান সফরে যান এরশাদ। চার দিনের সফরে ভুটানের বর্তমান চতুর্থ রাজা জিগমে সিংগমে ওয়াচুং, পঞ্চম রাজা ওয়াংচুক, ও ভুটানের প্রধানমন্ত্রী তেসেরিং তোবগের সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠকে তাদের সঙ্গে বাংলাদেশ ও ভুটানের দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা করেন প্রাক্তন রাষ্ট্রপতি। এরশাদের জন্য নৈশভোজের আয়োজন করেন রাজারা। চার দিনের সফরে ভুটানের শীর্ষকর্তাদের সঙ্গে আনন্দঘন সময় কাটান এরশাদ।

ভুটান সফরে এরশাদের সফরসঙ্গী ছিলেন দলের মহাসচিব এবিএম রুহুল আমীন হাওলাদার এমপি, প্রেসিডিয়াম সদস্য ড. হাবিবুর রহমান ও মেজর অব. খালেদ আকতার।